শুক্রবার ● ৩ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » সারাদেশ » পাইকগাছায় বনবিবি’র উদ্যেগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ
পাইকগাছায় বনবিবি’র উদ্যেগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ
পাইকগাছায় শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। তিন জানুয়ারি শুক্রবার সকালে পরিবেশবাদি সংগঠণ বনবিবি’র উদ্যেগে নতুন বাজার কার্যলয়ে শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন, সংগঠনের সভাপতি সাংবাদিক ও কলামিস্ট প্রকাশ ঘোষ বিধান।
এসময় উপস্থিত ছিলেন, সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কবি মাধুরি রানী সাধু, দপ্তর সম্পাদক রোজী সিদ্দিকী, পরিবেশ কর্মি গনেশ দাশ, গোপাল অধিকারী,আলম গাজী প্রমুখ।
দেশে চলছে কনকনে শীত আর ঘন কুয়াশায় অসহায় দারিদ্র মানুষের কষ্টের সীমা থাকে না। অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। দরিদ্র অসহায় মানুষেরা দেশ ও সমাজের অংশ। তাই সমাজের বিত্তশালীসহ সকলের উচিত গরিব সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়াঁনো। শীত বস্ত্র বিতরণ শুধুমাত্র অসহায় মানুষের প্রতি করুণা নয়, তাদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। হৃদয়ের মানবতাবোধকে জাগ্রত করে সমাজের সকল সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করা উচিত। পরিবেশবাদি সংগঠণ বনবিবি’র সহায়তায় শীতার্ত ও গরীব অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ কালে সংগঠণের সভাপতি সাংবাদিক ও কলামিস্ট প্রকাশ ঘোষ বিধান একথা বলেন।