সোমবার ● ৬ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » আশাশুনিতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপনে প্রস্তুতি সভা
আশাশুনিতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপনে প্রস্তুতি সভা
আশাশুনি : আশাশুনিতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ’২৫ উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন (৪৬তম বিজ্ঞান মেলা) ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড ও ৯ ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা আয়োজন উপলক্ষে প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন, উপজেলা সমাজসেবা অফিসার রফিকুল ইসলাম, যুব উন্নয়ন অফিসার সঞ্জীব কুমার দাশ, সহকারি প্রোগ্রামার (আইসিটি) আকতার ফারুক বিল্লাল, বনবিভাগ কর্মকর্তা রেজাউল করিম, এসআই সাখাওয়াত হোসেন, প্রভাষক সজল আঢ্য, একাডেমিক সুপারভাইজার হাসানুজ্জামান, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মাজহারুল ইসলাম মুকুল, ইউপি চেয়ারম্যান আল. আবু দাউদ ঢালী, সরকারি অধ্যাপক মাহবুবুল হক ডাবলু, রুহুল কুদ্দুস, আশাশুনি প্রেসক্লাবের সাবেক সভাপতি ও উপজেলা সংস্কৃতিক পরিষদের সভাপতি এস, এম আহসান হাবিব বিভিন্ন দপ্তর প্রধান ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। সভায় আগামী ১৩ ও ১৪ আশাশুনি সরকারি হাইস্কুল চত্বরে ৯ম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা, অলিম্পিয়াড ও ৯ ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার আয়োজন করার সিদ্ধান্ত গৃহিত হয়।