বৃহস্পতিবার ● ৯ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » খেলা » মাগুরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভা
মাগুরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভা
মাগুরা প্রতিনিধি : মাগুরায় সরকারি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ছাত্র - ছাত্রী ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভা বৃহস্পতিবার সকালে জেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন। সভায় আগামী ১৬-১৭ জানুয়ারি মাগুরা স্টেডিয়ামে টুর্নামেন্ট অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহন করা হয়। জেলার সদর, শ্রীপুর, মহম্মদপুর ও শালিখা উপজেলার মধ্যে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। জেলা প্রশাসন আয়োজিত এ টুর্নামেন্টে বিজয়ী দল বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহন করবে। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা মোঃ রোকনুজ্জামান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমিরুল ইসলাম, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, জেলা ক্রিড়া অফিসার অনামিকা দাস, পুলিশ সুপারের প্রতিনিধি শরিফুল ইসলাম,জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আখতার হোসেন, ইয়াং স্টার ফুটবল একাডেমীর সভাপতি বারিক আনজাম বার্কি বক্তব্য রাখেন।