শুক্রবার ● ১০ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » সাহিত্য » রাজনীতির ভয়ঙ্কর খেলা
রাজনীতির ভয়ঙ্কর খেলা
প্রকাশ ঘোষ বিধান
রাজনীতির এক ভয়ঙ্কর খেলা
কানে কানে কান কথা
কর্মি হারায় অনেক নেতা
শুনে শুনে শুনা কথা।
ক্ষমতায় পেয়ে নেতা মহারথী
চাপে চাপে চেপে রাখা
বাড়ি গাড়ি অঢেল টাকা
তেলে তেলে তেল মাখা।
উন্নয়নে তার তেলেসমাতি নাম
আমি আমি আমিত্ব ভাব
পরকে ধরে ঘর গোছাতে
দুরে দুরে দুর কর্মি।
নেতার পরাজয়ে দল হারে
তার তার তাদের দোস
যোগ্য নেতা কর্মি গড়লে
হবে হবে হবেই খোশ।