রবিবার ● ১২ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » বিবিধ » মাগুরায় জেলা জামায়াতের সংবাদ সম্মেলন
মাগুরায় জেলা জামায়াতের সংবাদ সম্মেলন
মাগুরা প্রতিনিধি : নাগরিক বাংলাদেশ গড়ার স্বপ্নদৃষ্টা আমীরে জামায়াত ডা.শফিকুল শফিকুর রহমানের মাগুরায় আগমন উপলক্ষে গতকাল রবিবার দুপুরে মাগুরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে জামায়াত ইসলামী বাংলাদেশ মাগুরা জেলা শাখা। সংবাদ সম্মেলনে মাগুরা জেলা শাখার আমীর অধ্যাপক এমবি বাকের বলেন,আগামী ১৬ জানুয়ারী ঐতিহাসিক নোমানী ময়দানে জামায়াত ইসলামী বাংলাদেশ মাগুরা জেলা শাখার আয়োজনে এক কর্মী সম্মেলনে জামায়াতের আমীর ডা.শফিকুল শফিকুর রহমান গুরুত্ব বক্তব্য রাখবেন। তার আগমনকে সামনে মাগুরা জেলা ব্যাপক প্রস্তুতি গ্রহন করেছে। ইতিমধ্যে এ কর্মী সম্মেলনকে সামনে রেখে মাগুরার ৪ উপজেলার প্রতিটি ইউনিয়ন,পাড়া,মহল্লা,পৌরসভার ৯টি ওয়ার্ড,সদরের ১৩টি ইউনিয়নে প্রচার-প্রচারণা অব্যাহত রয়েছে। জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের সড়কে মোট ৬০টি তোরণ করা হয়েছে। এ কর্মী সম্মেলনে প্রায় লক্ষাধিক লোক সমাগম হবার সম্ভাবনা রয়েছে। আমাদের প্রতিটি কমী মাঠ পর্যায়ে এ সম্মেলন সফল করতে কাজ করছে। সংবাদ সম্মেলনে জেলা শাভার সেক্রেটারি সাঈদ আহমদ,সহ সেক্রেটারি অধ্যক্ষ মাহবুবুর রহমানসহ জেলা শাখার অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।