সোমবার ● ১৩ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » প্রযুক্তি » মাগুরায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু
মাগুরায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু
মাগুরা প্রতিনিধি : মাগুরা সদর উপজেলা ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ সপ্তাহ শুরু হয়েছে। রবিবার দুপুরে সদর উপজেলা চত্বরে এ মেলা উদ্বাধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ অহিদুল ইসলাম। আরো উপস্থিত ছিরেন সদর উপজেলা নিবার্হি কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান,জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাসহ অন্যরা।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘর, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের তত্বাবধান ও পৃষ্টপোষকতায় সদও উপজেলা প্রশাসন এ মেলা আয়োজন করেন। শুরু হওয়া এ মেলা চলবে দিনব্যাপী। এ মেলায় ২০টি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান স্টল নিয়েছেন। দিনব্যাপী এ স্টলে বিজ্ঞানের বিভিন্ন বিষয়ের উপর শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নানা ধরনের প্রকল্প উপস্থাপন করেন।