মঙ্গলবার ● ১৪ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় সপ্তাহ ব্যাপী তারুণ্যের উৎসব উদযাপন
পাইকগাছায় সপ্তাহ ব্যাপী তারুণ্যের উৎসব উদযাপন
পাইকগাছায় নানা আয়োজনের মধ্য দিয়ে সপ্তাহ ব্যাপী তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন সম্পন্ন করেছেন উপজেলা প্রশাসন। মঙ্গলবার সমাপনীর দিনে সকাল সাড়ে নয়টায় উপজেলা পরিষদ থেকে একটি বর্ণাঢ্য র্যালি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তরুণ, যুব ও স্বেচ্ছাসেবীদের অংশগ্রহণে পরিচ্ছন্নতা অভিযান ও মশা নিধক কার্যক্রমের উদ্বোধন করেন এবং উপজেলা প্রশাসনের উদ্যোগে সপ্তাহ ব্যাপী অনুষ্ঠিত বিভিন্ন কর্মশালা উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। কর্মসূচির মধ্যে ছিল ছাত্র, স্বেচ্ছাসেবী, তরুণ সমাজের অংশগ্রহণে ও সহযোগীতায় পরিচ্ছন্নতা অভিযান এবং বর্জ্য- শূণ্যতার প্রচার, মশক নিধন, জলবদ্ধতা নিরসন, প্লাস্টিকের ব্যবহার পরিহার ইত্যাদি সচেতনামূলক কার্যক্রম অভিযান পরিচালনা করা হয়। ১১টায় উৎসবমুখর পরিবেশে আত্মকর্মী, সুসংগঠন, যুব উদ্যোক্তা ও তরুণদের উদ্যোগে যুব সমাবেশ আয়োজন, চূড়ান্ত বিতর্ক প্রতিযোগিতা, পিঠা উৎসব, পর্যায়েক্রমে উপজেলা পরিষদ মিলনায়তনে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ বিষয়ক কর্মশালার আয়োজন করা হয়। উদ্ভাবন ও জন্মুখী বাংলাদেশ গঠনে প্রতিভা অন্বেষণে কুইজ রচনা, বিতর্ক, স্কিল কম্পিটিশন ও জুলাই ৩৬ সংক্রান্ত চিত্র অঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ, বিকালের সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। বিকেলে গদাইপুর ফুটবল খেলার মাঠে চুড়ান্ত পর্যায়ে ফুটবল খেলা, বিনা মূল্যে স্বাস্থ্য সেবা ক্যাম্পেইন এবং কিশোর কিশোরদের পুষ্টি বিষয়ক কর্মশালা, নিউট্রিশন অলিম্পিয়াড আয়োজনের মধ্য দিয়ে তারুণ্যের উৎসব-২০২৫ এর পরিসমাপ্তি ঘটে। এসময় অধ্যক্ষ প্রফেসর সমারেশ রায়, সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইফতেখারুল ইসলাম শামীম, উপাধ্যক্ষ মিহির বরণ মন্ডল, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, কৃষিবিদ মো. একরামুল হোসেন,পল্লী বিদ্যুৎ এর ডিজিএম মোঃ ছিদ্দিকুর রহমান, সরকারি কর্মকর্তাদের মধ্যে প্রকৌশলী মোঃ শাফিন শোয়েব, ডা.পার্থ প্রতিম রায়, ডা. ইব্রাহীম গাজী, প্রবীর কুমার দত্ত, শাহাজাহান আলী শেখ, বিদ্যুৎ রঞ্জন সাহা, মো. লালু সরদার, অনাথ কুমার বিশ্বাস, মো. হাসিবুর রহমান, আব্দুল্লাহ আল মামুন, মো. হুমায়ুন কবির, শাহাদাৎ হুসাইন, মৃদুল কান্তি দাশ, ঈমান উদ্দিন, মো. সফিউর রহমান, মৌলদা খাতুন, নূরে আলম সিদ্দিকী, জিএম জাকারিয়া, দেবাশীষ রায়, ঝংকার ঢালী, অধ্যক্ষ আজহার আলী, উপাধ্যক্ষ উৎপল বাইন, প্রধান শিক্ষক রহিমা আক্তার শম্পা, মোঃ আব্দুল ওহাব, শহিদুল ইসলাম, প্রদীপ শীল, মিলি জিয়াসমিন, জিএম বাবলুর রহমান, আ. কাদের নয়ন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, শিক্ষার্থীরা সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।