মঙ্গলবার ● ১৪ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরায় ইসাডোর শীতবস্ত্র ও পোশাক বিতরণ
মাগুরায় ইসাডোর শীতবস্ত্র ও পোশাক বিতরণ
মাগুরা প্রতিনিধি : মাগুরায় স্বেচ্ছাসেবী সংস্থা ইসাডো ৪শ’ ৫০ জন শীতার্ত দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে। আজ মঙ্গলবার সকাল ১১ টায় সংস্থার অস্থায়ী কার্যালয়ে জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো:জাহিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্ত দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে এ শীতবন্ত্র বিতরণ করেন। এ সময় ইসাডোর চেয়ারম্যান মো: হাসানুজ্জামান খান,নির্বাহী পরিচালক আবু ইমাম মোহাম্মদ বাকের ও সাংবাদিক শামীম খান উপস্থিত ছিলেন। ইসাডোর নিবার্হী পরিচালক আবু ইমাম মোহাম্মদ বাকের বলেন,প্রতি বছর শীতের সময় সংস্থার পক্ষ থেকে জেলার অসহায়,দরিদ্র,প্রতিবন্ধী,মাদ্রাসার এতিম শিশু ও ছিন্নমুল শিশুদের মাঝে শীতের পোশাক ও কম্বল বিতরণ করা হয়। এ বছর মাগুরা ও শ্রীপুরে ৪শ’৫০ জন শীতার্ত মানুষের মাঝে কম্বল ও শিশুদের পোশাক বিতরণ করা হবে। ইসাডো মাগুরার একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্টান। এ সংস্থা জেলায় সামাজিক কর্মকান্ডের পাশাপাশি শিক্ষার মান উন্নয়নে কাজ করছে।