বুধবার ● ২২ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » বিবিধ » লিডার্সের উদ্যোগে শ্যামনগরে বার্ষিক উদ্ভাবনী কৃষি মেলা অনুষ্ঠিত
লিডার্সের উদ্যোগে শ্যামনগরে বার্ষিক উদ্ভাবনী কৃষি মেলা অনুষ্ঠিত
প্রেস বিজ্ঞপ্তি;
২০ জানুয়ারি ২০২৫ সকাল ১২ টায় দিনব্যাপী লিডার্সের আয়োজনে ও ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড এর সহযোগিতায় লিডার্স প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে এক উদ্ভাবনী কৃষি মেলা, যেখানে স্থানীয় কৃষক ও উদ্যোক্তারা অভিযোজিত কৃষি প্রযুক্তি এবং উন্নত পদ্ধতি প্রদর্শন করেছেন।
কুষি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে মেলার উদ্বোধন করেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত শিক্ষক, শ্যামনগর উপজেলা জলবায়ু অধিপরামর্শ ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মাষ্টার নজ্রুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার জনাব মোঃ নাজমুল হুদা, উপজেলা হিসাবরক্ষক কর্মকর্তা নাছিমা আনোয়ারা বেগম, জলবায়ু অধিপরামর্শ ফোরামের সম্পাদক, শিক্ষক ও সাংবাদিক জনাব রনজিৎ কুমার বর্মন, সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বিলাল হোসেন, ১ নং ইউপি সদস্য হরিদাস হালদার। কৃষি মেলায় আরও উপস্থিত ছিলেন লিডার্সের প্রোগ্রাম ম্যানেজার এ বি এম জাকারিয়া, প্রকল্প সমন্বয়কারী লায়লা খাতুন, অসিত মন্ডল, টেকনিক্যাল অফিসার গৌরপদ বিশ্বাস, অ্যাডভোকেসি অফিসার তমালিকা মল্লিক সহ লিডার্সের অন্যান্য সকল কর্মকর্তাবৃন্দ।
এই মেলায় স্থানীয় সম্পদের সর্বোচ্চ ব্যবহার করে বিভিন্ন কৃষি প্রযুক্তির প্রদর্শণী করা হয়। প্রদর্শণী গুলোর মধ্যে উল্লেখ যোগ্য ছিল বর্জ্য ব্যবস্থাপনা, পানি ব্যবস্থাপনা, জৈব সার ও জৈব বালাইনাশক, ফোঁটায় ফোঁটায় সেচ, মডেল বাড়ি, বীজ সংরক্ষণ পদ্ধতি, মিনি পুকুর খনন, সমন্বিত চাষ ব্যবস্থাপনা, বিনা চাষে সবজি, কর্কশীট, ঝুড়ি এবং বালতিতে সবজি চাষ, মালচিং করে বিভিন্ন সবজি চাষ, স্বল্প পানিতে সেচ, ইঁদুর দমন পদ্ধতি ইত্যাদি। কৃষি মেলা উদ্বোধন শেষে অতিথিগণ এসব মেলা পরিদর্শন করেন এবং মন্তব্য ব্যক্ত করেন।
প্রধান অতিথি শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন তার বক্তব্যে বলেন, লিডার্স-এর এই আয়োজন কৃষিতে প্রযুক্তির প্রয়োগ বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর মাধ্যমে কৃষকদের জীবনযাত্রার মানোন্নয়ন এবং দেশের কৃষিক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি শ্যামনগর উপজেলা কৃষি অফিসার তার বক্তব্যে বলেন, “আমরা দীর্ঘদিন ধরে কৃষকদের জন্য উন্নত প্রযুক্তি ও প্রশিক্ষণের ব্যবস্থা করছি। এই ধরনের মেলা কৃষকদের নতুন প্রযুক্তি সম্পর্কে সচেতন করতে এবং তাদের উৎপাদনশীলতা বাড়াতে সহায়ক হবে। লিডার্স-এর এই উদ্যোগ আমাদের প্রচেষ্টার সাথে সমন্বয় করে কৃষিক্ষেত্রে আরও উন্নয়নের পথ সুগম করবে।
লিডার্সের প্রোগ্রাম ম্যানেজার তার বক্তব্যে বলেন, আমাদের লক্ষ্য হলো কৃষকদের জন্য আধুনিক অভিযোজিত কৃষি প্রযুক্তি প্রদর্শন করা এবং তাদের উৎপাদনশীলতা বাড়ানোর জন্য প্রয়োজনীয় জ্ঞান ও সরঞ্জাম প্রদান করা। এই মেলা সেই প্রচেষ্টার একটি অংশ।
অনুষ্ঠানের ২য় পর্যায়ে বিকাল ৪ টায় এই উদ্ভাবনী কৃষি মেলার সমাপনী অনুষ্ঠানে স্টল প্রদর্শনকারীদের পুরষ্কার বিতরন ও ক্রেস্ট দেওয়া হয়েছে এবং সেরা কৃষক কৃষাণী নির্বাচন করে পুরষ্কার ও ক্রেস্ট দেওয়া হয়েছে। উক্ত সমাপনী অনুষ্ঠানে অতিথিবৃন্দ কৃষাণীদের বিভিন্ন খেলা উপভোগ করেন ও স্টল পরিদর্শন করেন। সমাপনী বক্তব্যে অনুষ্ঠানের সভাপতি বলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলে উদ্ভাবনী কৃষি চর্চা বাড়াতে এই কৃষি মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। দর্শণার্থীরা এই প্রদর্শণী দেখে বাড়িতে গিয়ে চর্চা করবে বলে আমার বিশ্বাস।
এছাড়া স্থানীয় কৃষকরা মেলার মাধ্যমে নতুন প্রযুক্তি সম্পর্কে অবগত হয়ে তাদের কৃষি পদ্ধতিতে তা প্রয়োগের আগ্রহ প্রকাশ করেন।