শনিবার ● ৬ আগস্ট ২০১৬
প্রথম পাতা » স্বাস্থ্যকথা » ডুমুরিয়ায় যক্ষ্মা রোগীর সংখ্য ক্রমেই বৃদ্ধি
ডুমুরিয়ায় যক্ষ্মা রোগীর সংখ্য ক্রমেই বৃদ্ধি
অরুন দেবনাথ ,ডুমুরিয়া ঃ
ডুমুরিয়ায ২০১৫ সালের তুলনায় এ বছর যক্ষ্মা রোগীর সংখ্য বেড়ে প্রায় দ্বিগুন।তবে এ উপজেলায় কোন কুষ্ঠ রোগী নেই বলে জানান উপজেলা যক্ষ্মা ও কুষ্ঠ রোগ নিয়ন্ত্রক কর্মকর্তা অপুর্ব কুমার পাল।এ জন্য জন সচেতনতার অভাব ও ঘন বসতীকে দায়ী করলেন তিনি।সংশিষ্ট সুত্রে ১৪টি ইউনিয়নের সমন্বয়ে
ডুমুরিয়ায় একটি মাত্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। যেখানে ২০১৫ সালের জানুয়ারী থেকে ডিসেম্বর পর্যন্ত ২৩২ জন যক্ষ্মা রোগে আক্রান্ত হয়।আক্রান্ত রোগীরা বিনা মুল্যে পরীক্ষা-নিরীক্ষা ও ঔষধ-পত্র
গ্রহনের মধ্যদিয়ে নিরাপদ চিকিৎসা গ্রহন করে।এ বছর প্রতি মাসেই প্রায় ৪০/৪২ জন যক্ষ্মায় আক্রান্ত হচ্ছে।অর্থাৎ এ পর্যন্ত চিকিৎসাধীন রোগীর সংখ্য ২৫৩জন। উপজেলা যক্ষ্মা ও কুষ্ঠ রোগ নিয়ন্ত্রক কর্মকর্তা অপুর্ব কুমার পাল জানান অনেক অসচেতন লোক রয়েছে যারা যক্ষ্মায়আক্রান্ত হয়ে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই দু‘সপ্তাহের বেশী সময় ধরে কাশী,রাতে ও দিনে জ্বর,খাবারে অরুচী সহ নানা সমস্যায় ভুগছে। তারা
নিজেরা যক্ষ্মায় আক্রান্ত বিষয়টি না বুঝে ভোগান্তীর পাসাপাশি যত্র-তত্র হাচি-কাশী ও কফ ফেলে এর বিস্তার ঘটাচ্ছে।্ এ জন্য সচেনতার বিকল্প নেই। তিনি আরো জানান ঘন বসতী এর জন্য অনেকটা দায়ী।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এএসএম মারুফ হাসান জানান যক্ষ্মা একটি মারাত্বক
ব্যাধী হলেও এর নিরাপদ চিকিৎসার জন্য হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা-ঔষধ-পত্র সহ সকল ব্যবস্থা
রয়েছে। তবে জনসচেতনা বৃদ্বির মধ্য দিয়ে এটি নির্মুল করাই আমাদের মুল লক্ষ্য।