বৃহস্পতিবার ● ২৩ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » শিক্ষা » পাইকগাছায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাই সাইকেল প্রদান
পাইকগাছায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাই সাইকেল প্রদান
খুলনার পাইকগাছায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাই সাইকেল প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মাঠে প্রধান অতিথি হিসেবে বাই সাইকেল প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। উপজেলা পরিষদের উন্নয়ন তহবিল থেকে ৪১ জন শিক্ষার্থীদের মাঝে করা হয়। এসময় উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা প্রকৌশলী শাফিন শোয়েব, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ, একাডেমিক সুপার ভাইজার মীর নূরে আলম সিদ্দিকী, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক জয়ন্ত ঘোষ ও উপজেলা পরিষদের সিএ কৃষ্ণ পদ মন্ডল।