শুক্রবার ● ২৪ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » রাজনীতি » মাগুরায় আরাফাত রহমান কোকোর ১০ মৃত্যুবার্ষিকী পালিত
মাগুরায় আরাফাত রহমান কোকোর ১০ মৃত্যুবার্ষিকী পালিত
মাগুরা প্রতিনিধি : মাগুরায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর দশম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। আজ শুক্রবার দুপুরে ভায়না মোড় বিএনপির কার্যালয়ে তার মৃত্যু বার্ষিকী পালিত হয়। এ সময় জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আহসান হাবিব কিশোর,জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলমগীর হোসেন বক্তব্য রাখেন। এ ছাড়া উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ বিএনপির সদস্য রবিউল ইসলাম নয়নসহ জেলা বিএনপির অঙ্গসংগঠনের নেতকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তরা বলেন,বিএনপি চেযারপারসন আরাফাত রহমান কোকোর ছোট ছেলের মৃত্যু স্বাভিব নয়। তাকে হত্যা করা হয়েছে। বিগত সরকারের সময় খালেদাজিয়ার পরিবারের উপর নির্মম নির্যাতন মামলা গ্রেপ্তার করা হয়েছে। নেতাকর্মীদের ঐক্য বদ্ধ হয়ে আগামী নির্বাচনে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার আহবান করা হয়। বক্তরা আরো বলেন,জিয়া পরিবার এদেশের মানুষের স্বাধীনতার সার্বভৌমত্বেও প্রতীক। এই পরিবার এদেশের মানুষের গণতন্ত্রের প্রতীক। মৃত্যু বার্ষিকী শেষে ভায়না কোকো স্পোটিং ক্লাবে দোয়া ও মোনাজাত করা হয়।