শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

SW News24
বুধবার ● ২৯ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » রাজনীতি » আশাশুনির বুধহাটা ইউনিয়ন বিএনপির সম্মেলনে দু’পক্ষের সংঘর্ষে আহত- ১৫; সম্মেলন পন্ড; ১৪৪ ধারা জারি
প্রথম পাতা » রাজনীতি » আশাশুনির বুধহাটা ইউনিয়ন বিএনপির সম্মেলনে দু’পক্ষের সংঘর্ষে আহত- ১৫; সম্মেলন পন্ড; ১৪৪ ধারা জারি
৬৬ বার পঠিত
বুধবার ● ২৯ জানুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আশাশুনির বুধহাটা ইউনিয়ন বিএনপির সম্মেলনে দু’পক্ষের সংঘর্ষে আহত- ১৫; সম্মেলন পন্ড; ১৪৪ ধারা জারি

---

 আহসান হাবিব, আশাশুনি  : আশাশুনিতে ইউনিয়ন বিএনপি’র ত্রি-বার্ষিক সম্মেলনে দু’গ্রুপের সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১৫/২০ জন আহত হয়েছে। সম্মেলন স্থলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারী করা হয়েছে। সম্মেলন পন্ড হয়ে যাওয়ায় নির্বাচনী কার্যক্রম বন্ধ হয়ে যায়। ঘটনাস্থলে পুলিশ ও সেনা বাহিনী মোতায়েন করা হয়েছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করলেও চাপা উত্তেজনা বিরাজ করছে।

আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়ন বিএনপি’র আয়োজনে ত্রি-বার্ষিক সম্মেলন’২৫ আহবান করা হয় সকাল ১০ টায় ইউনিয়নের বেউলা সাইক্লোন শেল্টার মাঠে। সন্মেলনে কমিটি গঠনের লক্ষে উপজেলা বিএনপি’র নির্বাচন কমিশন  পূর্বে নির্বাচনী তফসিল ঘোষনা করলে বিনা প্রতিদ্বন্দিতায় আল. আব্দুর রব সভাপতি ও মেম্বর আব্দুর রব সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে দু’জন প্রার্থী হওয়ায় এ দিন সন্মেলনের শুরু থেকেই ভোট গ্রহন শুরু করা হয়। উপজেলা নির্বাহী অফিসার সম্মেলন স্থলে ১৪৪ ধারা জারী করে মাইকে ঘোষণা দেয়। বেলা ১১.৩০ টার দিকে নির্বাচন চলাকালিন ওয়ার্ড ও ইউনিয়ন বিএনপি’র কমিটি থেকে বঞ্চিতরা অপর পক্ষের শতাধিক নেতা কর্মী সম্মেলন স্থলে গেলে দু’পক্ষের মধ্যে লাঠি সোটা ও ইট পাটকেল নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। ইটপাটকেল নিক্ষেপ, রড-লাঠি নিয়ে হামলায় উপজেলা ছাত্রদলের আহবায়ক আরাফাত হোসেন পলাশ, যুব দলের সাবেক সহ-সভাপতি বকুল, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি শফি, কল্লোল, দিপু, আশিক, শফিকুল ও আছাফুর এবং অপর পক্ষের উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক রবিউল আওয়াল ছোট, যুবদল কৃষি বিষয়ক সম্পাদক রমজান, যুবদল কর্মী আজমিনুরসহ কমপক্ষে ৭ জন আহত হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করে ব্যর্থ হলে উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়, সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের নিয়ে ঘটনাস্থলে পৌছে সকলকে ছত্রভঙ্গ করে দেন। এসময় সম্মেলন স্থান থেকে সকলকে সরিয়ে দেওয়া হয়। আইন শৃংখলা বাহিনী এলাকা দখলে নিয়েছে। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। তবে থমথমে অবস্থা বিরাজ করছে।

সম্মেলন আয়োজনকারীদের মধ্যে উপজেলা বিএনপির সদস্য সচিব মশিউল হুদা তুহিন, যুগ্ম-আহবাযক আব্দুল আলিম, রবিউল আওয়াল ছোট যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ, পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল ১০ টা থেকে আমরা ভোট গ্রহন করছিলাম। প্রতিপক্ষ পরিকল্পিত ভাবে রড, লাঠি, ইটপাটকেল নিয়ে হামলায় সম্মেলন পন্ড করে দেয়। কর্মী ও জনগণ ক্ষিপ্ত হয়ে প্রতিরোধ গড়ে তুললে তারা ফিরতে বাধ্য হয়। এরপর আমরা পুনরায় শান্তিপূর্ণ ভাবে ভোট শুরু করি, অনেক ভোটার ভোট প্রদান করেছে। কিন্তু ইউএনও, সহকারি কমিশনার (ভূমি)’র নির্দেশে, ওসি সহ পুলিশ ও সেনাবাহিনী স্টেজ থেকে নেতৃবৃন্দদের নামিয়ে দেয়া ও ভোট দিতে আসা ভোটারদের তাড়িয়ে দিয়ে সম্মেলন পন্ড করা দিলো।

অপর পক্ষের উপজেলা বিএনপির আরেক অংশের আহবায়ক আসিফুর রহমান তুহিন, সদস্য সচিব জাকির হোসেন বাচ্চু, যুগ্ম আহবায়ক খায়রুল আহসান বলেন, ১৬ জানুয়ারী খুলনা বিভাগীয় টিমের সিদ্ধান্ত দেন। কিন্তু তারা ১৬ তারিখের আগেই ত্যাগী নেতাদের বাদ রেখে গোপনে আওয়ামীলীগের নেতাকর্মী নিয়ে কমিটি গঠন করে। আজও একই ভাবে সম্মেলন শুরু করা হলে আমাদের নেতাকর্মীরা উপস্থিত হলে তাদের উপর হামলা চালিয়ে রক্তিক্ত করা হয়। এব্যাপারে দায়িত্বপ্রাপ্তদের ও উর্দ্ধতন নেতাদের হস্তক্ষেপ কামনা করছি। সাথে সাথে হাবিবুর রহমান হবিকে দায়িত্ব থেকে অপসারন ও আগামীতে সম্মেলন আহবান করা হলে প্রতিহত করার ঘোষনা দেন।

এদিকে মোট ৪৯০ ভোটার মধ্যে ব্যলট পেপার প্রদান করা হয় ২৯১ টি। তম্মমধ্যে ১৮১ টি গ্রহন করা হয় এবং ১০ টি ভোটার সেনাবাহিনী ও পুলিশের তাড়ায় ১০ টি ভোট গ্রহন করা সম্ভব হয়নি। ভোট গ্রহন করা হয় সকাল ১০ টা থেকে সাড়ে ১২ টা পর্যন্ত। ভোট গ্রহন পন্ড হলে ব্যরট বক্স আশাশুনি সদরে নিয়ে স্থানীয় সাংবাদিকদের উপস্থিতে নির্বাচন কমিশন ভোট গননা করেন। এতে গ্রহনকৃত মোট ১৮১ ভোটের মধ্যে মামুন হোসেন ১৩৪ ভোট পান এবং প্রতিদ্বন্দি খোরশেদ আলম পান মাত্র ৪৫ ভোট এবং বাতিল হয় ২ ভোট। প্রধান নির্বাচন কমিশনার শেখ আব্দুর রশিদ সহকারি দু’জন কমিশনার আব্দুল আলিম ও রবিউল আওয়াল ছোট এবং উপজেলা বিএনপি’র সদস্য সচিব মশিউল হুদা তুহিনের উপস্থিতে বেসরকারিভাবে বিজয়ীদের নাম ঘোষনা করা হয়। বিনাপ্রতিদ্বন্দিতায় আল. আব্দুর রবকে সভাপতি ও মেম্বর আব্দুর রবকে সাংগঠনিক সম্পাদক এবং মামুন হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত ঘোষনা করা হয়।





রাজনীতি এর আরও খবর

পাইকগাছায় বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সাংগঠনিক সভা অনুষ্ঠিত পাইকগাছায় বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সাংগঠনিক সভা অনুষ্ঠিত
মাগুরায় ফিলিস্তিনের উপর হামলার প্রতিবাদে  জামায়াতের বিক্ষোভ মিছিল মাগুরায় ফিলিস্তিনের উপর হামলার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল
নড়াইলের কালিয়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার  মাহফিল নড়াইলের কালিয়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল
নড়াইল পৌরসভার সাবেক মেয়র ও যুবলীগের সাধারণ সম্পাদক কারাগারে নড়াইল পৌরসভার সাবেক মেয়র ও যুবলীগের সাধারণ সম্পাদক কারাগারে
আছিয়ার মাগফেরাত কামনায় মাগুরা জেলা বিএনপির দোয়া ও ইফতার মাহফিল আছিয়ার মাগফেরাত কামনায় মাগুরা জেলা বিএনপির দোয়া ও ইফতার মাহফিল
আশাশুনিতে জেলা বিএনপি’র নেতৃবৃন্দ  উপজেলা বিএনপি’র সাথে মতবিনিময় সভা আশাশুনিতে জেলা বিএনপি’র নেতৃবৃন্দ উপজেলা বিএনপি’র সাথে মতবিনিময় সভা
খুমেকের প্রিয়জন সেলে পাইকগাছার উপজেলা আ’ লীগ নেতা একরামূলের মৃত্যু খুমেকের প্রিয়জন সেলে পাইকগাছার উপজেলা আ’ লীগ নেতা একরামূলের মৃত্যু
নড়াইলে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৩৫ নেতাকর্মীকে কারাগারে প্রেরণ নড়াইলে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৩৫ নেতাকর্মীকে কারাগারে প্রেরণ
আশাশুনিতে জামায়াতে ইসলামীর কর্মী সন্মেলন অনুষ্ঠিত আশাশুনিতে জামায়াতে ইসলামীর কর্মী সন্মেলন অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা ও পৌরসভা বিএনপি’র কমিটি বিলুপ্ত ঘোষণা পাইকগাছা উপজেলা ও পৌরসভা বিএনপি’র কমিটি বিলুপ্ত ঘোষণা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)