শনিবার ● ১ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় সংবাদ সম্মেলনের পর জমি সংক্রান্ত বিষয়ে আপোষ মিমাংসায় বিবৃতি প্রদান
পাইকগাছায় সংবাদ সম্মেলনের পর জমি সংক্রান্ত বিষয়ে আপোষ মিমাংসায় বিবৃতি প্রদান
পাইকগাছায় ৩১ জানুয়ারি শুক্রবার প্রেসক্লাব পাইকগাছা এ জমি সংক্রান্ত বিষয় নিয়ে সংবাদ সম্মেলন পর নিজেদের মধ্যে আপোষ মিমাংসা সংক্রান্ত বিষয়ে বিবৃতি প্রদান করেছেন মোঃ করিম মোড়ল। এ বিষয়ে শনিবার সকাল ১১ টায় করিম মোড়ল তার নিজ বাসভবনে লিখিত বক্তব্য বলেন, আমি গতকাল প্রেসক্লাব পাইকগাছায় সংবাদ সম্মেলন প্রতিবেশী জমির মালিকগন সহ আমার নিজের জমি জবরদখল করার বিষয়ে একটি সংবাদ সম্মেলন করি। যাহা জাতীয় ও আঞ্চলিক বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হয়। পরবর্তীতে যারা আমার জমি জবর দখলের চেষ্টায় লিপ্ত ছিলো, তারা সকলেই আমার প্রতিবেশী জমির মালিকগন সহ আমার সাথে আপোষ মিমাংসা করেছেন। তিনি বলেন যে, বিষয়টি নিয়ে স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের সামনে উল্লেখিত ব্যক্তিরা আমার প্রতিবেশী জমির মালিকগন সহ আমার জমিতে তাহারা আর অনধিকার প্রবেশ ও অন্যায়ভাবে জবর দখল করবে না মর্মে স্বীকারোক্তি দেন। এছাড়া সংবাদ সম্মেলনে রানা গাজী, সরজিত ঘোষ দেবেন ও আরিফুল ইসলামের বিষয়ে আমাকে ভুল তথ্য প্রদান করা হয়। পরবর্তীতে আমি জানতে পারি তাহারা আমার জমি দখলের ঘটনায় জড়িত নয়। একারণে করিম মোড়ল আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন।