শিরোনাম:
পাইকগাছা, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫, ২১ মাঘ ১৪৩১

SW News24
সোমবার ● ৩ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » মুক্তমত » রোজ ডে ভালোবাসার গোলাপ
প্রথম পাতা » মুক্তমত » রোজ ডে ভালোবাসার গোলাপ
১০ বার পঠিত
সোমবার ● ৩ ফেব্রুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রোজ ডে ভালোবাসার গোলাপ

 ---  প্রকাশ ঘোষ বিধান

৭ ফেব্রুয়ারি বিশ্ব গোলাপ দিবস। এই দিন থেকেই শুরু হয় প্রেমসপ্তাহ। অবশ্য বছরে আরও একটি রোজ ডে থাকে। সেটা ওয়ার্ল্ড রোজ ডে নামে পরিচিত। তবে, সেই দিনটি বিশ্ব ক্যানসার রোগীদের জন্য উৎসর্গ। ফেব্রুয়ারি গুরুত্বপূর্ণ একটি মাস। ফেব্রুয়ারি ভাষার মাস। বাঙালির কাছে এই মাস ভাষার মাস, দেশপ্রেমে উজ্জীবিত হওয়ার মাস। ভাষার জন্য যারা প্রাণ দিয়েছিলেন, তাদের প্রতি বাঙালি জাতি ভালোবাসা জানাবে পুরো মাসজুড়ে। তেমনই এই মাসে বিশ্বজুড়ে ভালোবাসা উপযাপন করা হয়।

১৪ ফেব্রুয়ারি দিনটা সবচেয়ে বেশি জনপ্রিয় হলেও ৭ ফেব্রুয়ারি থেকে  শুরু হয় ভ্যালেন্টাইন’স উইক। সাত দিন আগে থেকেই শুরু হয় ভালোবাসার সপ্তাহ। প্রতি বছর ৭ ফেব্রুয়ারি রোজ-ডে অর্থাৎ গোলাপ দিবস পালনের মধ্য দিয়ে শুরু হয় প্রেমের সপ্তাহ। সে অনুযায়ী, রোজ ডে’র মধ্য দিয়ে শুরু হয় ভালোবাসার সপ্তাহ। আর প্রেমের শুরু মানেই ফুল। মনে করা হয়, রানী ভিক্টোরিয়ার যুগে বহু মানুষ একে অপরকে নিজের মনের কথা প্রকাশ করতেন লাল গোলাপ দিয়ে। সেই ঐতিহ্যকে বজায় রেখেই ভ্যালেন্টাইন উইকের প্রথম দিন পালন করা হয় রোজ ডে হিসাবে। অনেকেই হয়তো জানেন না, ৭ ফেব্রুয়ারি ছাড়াও প্রতিবছর ২২ সেপ্টেম্বর পালন করা হয় বিশ্ব গোলাপ দিবস।

রোজ ডে দিনটি উপলক্ষে ইতিহাসে ভিন্ন ভিন্ন কথা প্রচলিত রয়েছে। পৃথিবীর বহু মানুষ রোজ ডে পালন করেন কিন্তু অনেকেই জানেন না এই দিনটির ইতিহাসের কথা। এমনটা মনে করা হয় যে, রোমান সাম্রাজ্যের যুগে প্রেম এবং সৌন্দর্যের দেবী ভেনাসের থেকে গোলাপ প্রেমের প্রতীক হয়ে ওঠে। রোমানরা বিশ্বাস করতেন যে গোলাপ হল দেবী ভেনাসের ফুল। যা প্রেম এবং আবেগের প্রতীক। মধ্যযুগে, রোজ ডে প্রেমিকদের অনুভূতি প্রকাশের মাধ্যম হয়ে ওঠে। নাইটরা তাঁদের সঙ্গিনীদের আনুগত্যের প্রতীক হিসেবে গোলাপ উপহার দিতেন। মনে করা হয়, রানী ভিক্টোরিয়ার যুগে বহু মানুষ একে অপরকে নিজের মনের কথা প্রকাশ করতেন লাল গোলাপ দিয়ে। সেই ঐতিহ্যকে বজায় রেখেই ভ্যালেন্টাইন উইকের প্রথম দিন পালন করা হয় রোজ ডে হিসাবে। আবার মনে করা হয়, মুঘল বেগম নুরজাহান লাল গোলাপ পছন্দ করতেন ভীষণভাবে। স্ত্রীকে খুশি করার জন্যই জাহাঙ্গীর প্রতিদিন তার প্রাসাদে এক টন তাজা লাল গোলাপ পাঠাতেন।

৭ ফেব্রুয়ারি ছাড়াও প্রতিবছর ২২ সেপ্টেম্বর পালন করা হয় বিশ্ব গোলাপ দিবস। সারা বিশ্ব জুড়ে ক্যান্সার রোগীদের জন্য উৎসর্গ করা হয় দিনটি। ঘটনার সূত্রপাত ১৯৯৪ সালে কানাডায়। যেখানে ১২ বছর বয়সি ক্যান্সার আক্রান্ত মেলিন্ডা রোজের ক্যান্সারের সঙ্গে কঠিন লড়াইকে সম্মান জানিয়ে প্রথম পালিত করা হয়েছিল বিশ্ব গোলাপ দিবস। মাত্র ১২ বছর বয়সী কানাডার নিবাসী ম্যারিন্ডা রোজ এর ব্লাড ক্যান্সারের একটি বিরল রূপ ধরা পড়ে। চিকিৎসকরা বলেছিলেন এক সপ্তাহের বেশি বাঁচবেন না ম্যারিন্ডা। তবে সবাইকে চমকে দিয়ে তিন বছর ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করে বেঁচে ছিলেন ছোট্ট ম্যারিন্ডা রোজ। তার সেই ক্যান্সারের প্রতি লড়াইকে সম্মান জানিয়ে প্রতিবছর সারা বিশ্বে ক্যান্সার আক্রান্ত রোগীদের এই বিশেষ দিনে গোলাপ ফুল সঙ্গে শুভেচ্ছা বার্তার কার্ড দিয়ে তাদেরকে মনে করিয়ে দেওয়া হয় তারাও পারবেন ক্যান্সারের সঙ্গে যুদ্ধে জয়ী হতে।

ভ্যালেন্টাইনস সপ্তাহ শুরু হয় রোজ ডে বা গোলাপ দিবস দিয়ে। গোলাপ লাল, গোলাপি, হলুদ, কমলা, সাদা। প্রতিটি গোলাপের আলাদা অর্থ আছে। সাদা গোলাপ– ক্ষমা চাওয়ার প্রতীক। কমলা গোলাপ– পছন্দ জানানোর প্রতীক। হলুদ গোলাপ– বন্ধুত্বের প্রতীক। গোলাপি গোলাপ– সেরা বন্ধুত্বের প্রতীক। লাল গোলাপ– ভালোবাসার প্রতীক। এহলো গোলাপের  রঙের মাহাত্ম্য।

ভ্যালেন্টাইন’স ডে সপ্তাহ রোজ ডে পালিত হয় ৭ ফেব্রুয়ারি। এই দিনটিতে প্রেমিক-প্রেমিকারা পরস্পরকে লাল গোলাপ ফুল উপহার দেন। প্রপ্রোজ ডে পালিত হয় ৮ ফেব্রুয়ারি। এই দিনটিতে প্রেমিক-প্রেমিকারা পরস্পরকে প্রেমের প্রস্তাব দেন। ৯ ফেব্রুয়ারি পালিত হয় চকোলেট ডে। ১০ ফেব্রুয়ারি পালিত হয় টেডি ডে হিসেবে। এই দিনে প্রেমিক-প্রেমিকারা পরস্পরকে টেডি বিয়ার উপহার দিয়ে থাকেন। ১১ ফেব্রুয়ারি প্রমিস ডে হিসেবে। এই দিনটিতে প্রেমিক-প্রেমিকারা পরস্পরকে ভালোবাসা পালনের প্রতিশ্রুতি দেন। ১২ ফেব্রুয়ারি প্রতিবছরই পালিত হয় হাগ ডে হিসেবে। এই দিনে প্রেমিক-প্রেমিকারা পরস্পরকে আলিঙ্গন করে উষ্ণ সান্নিধ্য অনুভব করেন।

১৩ ফেব্রুয়ারি পালিত হয় কিস ডে। এই দিনে প্রেমিক-প্রেমিকারা পরস্পরের ঠোঁটে চুম্বন করে বা চুমু দিয়ে ভালোবাসাকে তুরীয় মাত্রায় অনুভব করেন। আর ১৪ ফেব্রুয়ারি পালিত হবে ভ্যালেন্টাইন’স ডে। এই দিনটিতে একান্তে ভালোবাসা অনুভব করেন প্রেমিক-প্রেমিকারা।

৭ ফেব্রুয়ারি রোজ ডে থেকে বাজারে গোলাপের দাম তুঙ্গে থাকবে। এদিন সকল প্রেমিক-প্রেমিকা নিজেদের প্রিয়জনদের এক তোড়া ভালবাসার গোলাপ উপহার দেবে। তবে তাঁদের সকলের ভালবাসাকে আরও মজবুত করবে ‌যাঁরা বা ‌যাঁদের পরিবার মারণ রোগ ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন তাদেরকে ভালবাসার গোলাপ উপহার ও একান্তে ভালোবাসা অনুভব করেলে।

লেখক ; সাংবাদিক ও কলামিস্ট





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)