সোমবার ● ৩ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » কৃষি » আশাশুনিতে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা
আশাশুনিতে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা
আশাশুনি : আশাশুনিতে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১ টায় ইউএনও কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়ের সভাপতিত্বে সভায় উপজেলা কৃষি অফিসার শুভ্রাংশু শেখর দাশ, এসএপিপও বিল্লাল হোসেন, বিসিআইসি সার ডিলার আল. আব্দুর মাজেদ, বিভাষ দেবনাথ, হুমায়ুন কবির সুমন, নূরুল আলম সরদার, সঞ্জয় কুমার দাশ, আবুল কালাম আজাদ, নিমাই চন্দ্র সরকার, আওছাফুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় সকল ডিলারকে খুচরা বিক্রয় মূল্য সম্বলিত লাল সালু ঝুলিয়ে রাখা, নির্ধারিত মূল্যের অধিক মূল্যে সার বিক্রয় না করা, উত্তোলনকৃত সার স্ব স্ব ইউনিয়নের গুদামে পৌছানোর পর দায়িত্বরত কর্মকর্তাকে তাৎক্ষণিক অবহিত করা, সার প্রাপ্তি, মজুদ, বিক্রয় ও অন্যান্য রেজিস্টার হালনাগাদ রাখা, নিজ এলাকার বাইরে সার সরবরাহ না করা, ক্যাশমেমো ছাড়া সার বিক্রয় না করা, প্রতিদিনের রেজিস্টারের হাল নাগাদ তথ্য সংশ্লিষ্ট দপ্তরকে অবহিত করা, কৃত্রিম সংকট রোধে সচেতন থাকা, ভেজাল সার এবং মেয়াদ উত্তীর্ন বালাইনাশক বিক্রয় বা প্রতিষ্ঠানে সংরক্ষণ না করা, প্রতিমাসে বরাদ্দকৃত সার নির্ধারিত সময়ের মধ্যে উত্তোলন করাসহ বিভিন্ন সিদ্ধান্ত গ্রহন করা হয়।