শিরোনাম:
পাইকগাছা, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫, ৭ ফাল্গুন ১৪৩১

SW News24
শনিবার ● ১৫ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » সাহিত্য » পাইকগাছায় সপ্তদ্বীপার ২৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও সম্মাননা প্রদান
প্রথম পাতা » সাহিত্য » পাইকগাছায় সপ্তদ্বীপার ২৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও সম্মাননা প্রদান
১৪৪ বার পঠিত
শনিবার ● ১৫ ফেব্রুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় সপ্তদ্বীপার ২৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও সম্মাননা প্রদান

---  পাইকগাছায় সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও সম্মাননা প্রদান করা হয়েছে। সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের ২৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শনিবার সকাল ১১ টায় উপজেলার গোপালপুর স্কুল বাজার খোলা চত্তরে অনুষ্ঠিত অনুষ্ঠানে গুণীজনদের সম্মাননা স্মারক, পদক ও পুরষ্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, শিক্ষাবিদ, সাহিত্যিক- সাংস্কৃতিক গবেষক ও জীবন জাগরণী সঙ্গীত শিল্পী প্রফেসর ড. সন্দীপক মল্লিক। তিনি বক্তৃতায় বলেন, সমাজের সৃজনশীল মানুষ তৈরীর জন্য সাহিত্য সংগঠন গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। যে কাজটি সপ্তদ্বীপা সাহিত্য পরিষদ দীর্ঘদিন ধরে পালন করে চলেছে। এলাকার বিভিন্ন ক্ষেত্রে সফল ব্যক্তিদের গুণীজন সম্মাননা প্রদান করে সংগঠনটি আলো ছড়াচ্ছে।

সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধানের সভাপতিত্বে বিশেষ ছিলেন, অধ্যাপক অজয় রায়, এ্যাড.শফিকুল ইসলাম কচি, মোংলা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক লেখক ও কবি মনিরুল ইসলাম সিদ্দিকী,সাবেক ব্যাংকার প্রজিৎ কুমার রায়, কবি অসিম রায়, মোঃ শাহাদত হোসাইন।

লিনজা আক্তার মিথিলা ও সুবাইতার উপস্থাপনায় বক্তব্য রাখেন, সাংবাদিক ফারুক হোসেন,মোঃ নুরুল আমিন পলাশ, রাজু আহম্মেদ, আজিজুল ইসলাম, সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক মাধুরী রাণী সাধু, সমাজ সেবক জগন্নাথ দেবনাথ, কবি রোজী সিদ্দিকী, বাবুল শরীফ, রাবেয়া আক্তার মলি প্রমুখ।

সাহিত্যের বিভিন্ন বিষয় ও সামাজিক কর্মকান্ডে বিশেষ অবদান রাখায় ৬ জন গুণী ব্যক্তিকে সপ্তদ্বীপা সম্মাননা স্মারক ও হৈমনরেন্দ্র স্মৃতি পদক প্রদান করা হয়েছে। সপ্তদ্বীপা সম্মাননা প্রাপ্ত গুণী ব্যক্তিরা হলেন, প্রবন্ধ ও কবিতা বিষয়ক গবেষণায় অধ্যাপক অজয় রায়, কর্মদক্ষায় ও সাফল্যে  হৈম-নরেন্দ্র স্মৃতি পদক পেলেন পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ সবজেল হেসেন, বাংলা সাহিত্যে কবিতায় রোজী সিদ্দিকী, সংস্কৃতি ও কৌতুক শিল্পীর জন্য বাবুল শরিফ, বাংলা সাহিত্যে ছড়ায় এম এ রাজ্জাক মদিনাবাদি এবং হৈম-নরেন্দ্র স্মৃতি পদক পেলেন ব্যবসা ও উদ্যোক্তায় মোঃ শাহাদত হোসাইন।

অনুষ্ঠানের প্রথম পর্বে কবিতা উৎসবে কবিতা পাঠ ও সংগীত পরিবেশন করেন ড. সন্দীপক মল্লিক, অধ্যাপক অজয় রায়, বাবুল শরিফ, মাধুরী রাণী সাধু, রোজী সিদ্দীকি, রাবেয়া আক্তার মলি, কথাকলি, পুস্পিতা শীল জ্যতি, তৃষা বিশ্বস, মিতু সেন, অনিকা, নন্দিতা,লাবিবা, মিমি প্রমুখ। অনুষ্ঠানে খুলনা এলাকার কবি, সাহিত্যিক, শিল্পীসহ এলাকার সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)