

শনিবার ● ১৫ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় ইউপি চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে মানববন্ধন
পাইকগাছায় ইউপি চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে মানববন্ধন
খুলনার পাইকগাছা উপজেলার রাড়ুলী ইউনিয়নের নৌকার চেয়ারম্যান ও সাবেক পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদকে চেয়ারম্যান পদ থেকে পদত্যাগের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।১৫ ফেব্রুয়ারি শনিবার বেলা ১১ টায় উপজেলার রাড়ুলী ইউনিয়নের বাকা বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ছাত্র জনতা ও সাধারণ জনগণের পক্ষ থেকে আয়োজন করা এ মানববন্ধনে বক্তারা বলেন, স্বৈরাচারী খুনি হাসিনার দোসর পুলিশের এসপি তরিকুল ইসলাম উজ্জলের পিতা রাড়ুলী ইউনিয়নের নৌকার চেয়ারম্যান আবুল কালাম আজাদকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। অন্যথায় আরো বড় ধরনের আন্দোলনের কর্মসূচির ঘোষণা করা হবে।
মানববন্ধনে ছাত্র সমন্বয়ক মোঃ ইব্রাহিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, হান্নান গাজী, মোঃ বাচ্চু গাজী, মাসুদ রানা, ইকবাল হোসেন ইদ্রিস আলী, আমিরুল ইসলাম, হাবিবুর রহমান, আজারুল ইসলাম, আরমান হোসেনসহ আরো অনেকেই।
এবিষয়ে ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ জানান, মিথ্য অভিযোগ তুলে মানববন্ধন করা হয়েছ। আমি যদি অপরাধী হই সরকার তদন্ত করে আমাকে অপসরণ করুক।