শিরোনাম:
পাইকগাছা, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫, ৭ ফাল্গুন ১৪৩১

SW News24
রবিবার ● ১৬ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » রাজনীতি » মানুষের ভোটের অধিকার কথা বলার অধিকার ফিরে পেতে বিএনপি কাজ করে যাচ্ছে-নড়াইলের সম্মেলনে তারেক রহমান
প্রথম পাতা » রাজনীতি » মানুষের ভোটের অধিকার কথা বলার অধিকার ফিরে পেতে বিএনপি কাজ করে যাচ্ছে-নড়াইলের সম্মেলনে তারেক রহমান
৩১ বার পঠিত
রবিবার ● ১৬ ফেব্রুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মানুষের ভোটের অধিকার কথা বলার অধিকার ফিরে পেতে বিএনপি কাজ করে যাচ্ছে-নড়াইলের সম্মেলনে তারেক রহমান

---
ফরহাদ খান, নড়াইল ; বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জোরপূর্বক ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে কাউকে ভোট দিতে দেয়নি আওয়ামী লীগ সরকার। দীর্ঘ ১৬ বছর স্বৈরাচার আওয়ামী লীগ ও তাদের দোসররা মানুষের কথা বলার অধিকারকে হরণ করে অগণতান্ত্রিক পদ্ধতিতে একছত্র অপশাসন কায়েম করেছিল। ছাত্র-জনতা ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার ও খুনি আওয়ামী লীগের পতন ঘটানোর পর বাংলার মাটি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন শেখ হাসিনা। মানুষের ভোটের অধিকার, কথা বলার অধিকার ফিরে পেতে বিএনপি কাজ করে যাচ্ছে। রাষ্ট্রকাঠামোকে মেরামত করতে হবে। জনগণের আস্থা অর্জনে আমরা ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের দীর্ঘদিনের ধ্বংসযজ্ঞ থেকে দেশকে পুনর্গঠন করতে চাই। এছাড়া ন্বৈরাচার আওয়ামী লীগ সরকার দেশের অর্থনীতি, শিক্ষা, উন্নয়ন কর্মকান্ড, গণতন্ত্র, নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করে গেছে। নির্বাচনের নামে দেশের জনগণের সঙ্গে তামাশা ও প্রসহন করেছে। বিরোধী দলের প্রতি দমন পীড়ন, মিথ্যা মামলা ও গুম করেছে।

রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে লন্ডন থেকে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে এসব বথা বলেন তিনি।

এর আগে নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন-বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক মন্ত্রী আমান উল্লাহ আমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন-বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত ও সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুন্ডু। এছাড়া বক্তব্য দেন-জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সহসভাপতি জুলফিকার আলী, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, যুগ্মসম্পাদক আলী হাসান, সদর উপজেলা বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান আলেক, লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি আহদুজ্জামান বাটু, সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, কালিয়া উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান মিলু, কালিয়া পৌর বিএনপির সভাপতি এস এম সেলিম হোসেন, নড়াইল পৌর বিএনপির সভাপতি তেলায়েত হোসেন বাবু, সাধারণ সম্পাদক খন্দকার ফসিয়ার রহমানসহ অনেকে। অনুষ্ঠান সঞ্চালনা করেন-জেলা বিএনপির যুগ্মসম্পাদক মাহবুব মুর্শেদ জাপল ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজাহিদুর রহমান পলাশ।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান আরো বলেন, বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী বিএনপি অতীতে মানুষের পাশে দাঁড়িয়েছে। ভবিষ্যতেও পাশে থাকবে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বেকারদের প্রবাসে কর্মসংস্থানের সুযোগ, এদেশে রপ্তানী আয়ের প্রধান উৎস গামের্ন্টসের সূচনা ও কৃষি তথা কৃষকের ভাগ্য উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহণ করেছিলেন। বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বে এদেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল। বিএনপি সরকারের আমলে সংবাদপত্রের স্বাধীনতা, নারী শিক্ষার উন্নয়ন, কলকারখানা স্থাপনপূর্বক নানা ধরণের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছিল।

দলীয় সূত্রে জানা যায়, দীর্ঘ ১৬ বছর পর প্রকাশ্যে নড়াইল জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৭০৭ জন কাউন্সিলর তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছেন। এ সম্মেলনে সভাপতি পদে বিশ্বাস জাহাঙ্গীর আলম এবং জুলফিকার আলী মন্ডল প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাধারণ সম্পাদক পদে মনিরুল ইসলাম, শাহরিয়ার রিজভী জর্জ এবং কামরুল হাসান প্রার্থী হয়েছেন। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বীরা হলেন-টিপু সুলতান, খন্দকার এজাজুল হাসান বাবু, মাহবুব মুর্শেদ জাপল ও এস এম ফেরদৌস রহমান।

রোববার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আওয়ামী লীগ সরকারের অগণতান্ত্রিক আচরণের কারণে দীর্ঘ ১৬ বছরেও প্রকাশ্যে সম্মেলন করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন দলীয় নেতাকর্মীরা। তাই এবারের সম্মেলনকে ঘিরে শহরজুড়ে ব্যানার, প্লাকার্ড, ফেস্টুনসহ বিভিন্ন ভাবে সাজসজ্জা করা হয়।





রাজনীতি এর আরও খবর

পাইকগাছা উপজেলা ও পৌরসভা বিএনপি’র কমিটি বিলুপ্ত ঘোষণা সমাজ থেকে ফ্যাসিবাদের দোসরদের বিতাড়িত করতে হবে….মনিরুজ্জামান মন্টু পাইকগাছা উপজেলা ও পৌরসভা বিএনপি’র কমিটি বিলুপ্ত ঘোষণা সমাজ থেকে ফ্যাসিবাদের দোসরদের বিতাড়িত করতে হবে….মনিরুজ্জামান মন্টু
অবৈধ কমিটি মানি না, মানব না’ স্লোগানে কালিয়ায় বিএনপির বিক্ষোভ সমাবেশ অবৈধ কমিটি মানি না, মানব না’ স্লোগানে কালিয়ায় বিএনপির বিক্ষোভ সমাবেশ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ও নিহতদের জন্য নড়াইলে দোয়া অনুষ্ঠিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ও নিহতদের জন্য নড়াইলে দোয়া অনুষ্ঠিত
নড়াইলের লোহাগড়ায় কৃষকদলের সমাবেশ অনুষ্ঠিত নড়াইলের লোহাগড়ায় কৃষকদলের সমাবেশ অনুষ্ঠিত
গণপরিষদের মিছিল-সমাবেশ গণপরিষদের মিছিল-সমাবেশ
আশাশুনিতে জেলা বিএনপি’র নবগঠিত কমিটি অনুমোদন দেয়ায় তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে মিছিল ও পথসভা আশাশুনিতে জেলা বিএনপি’র নবগঠিত কমিটি অনুমোদন দেয়ায় তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে মিছিল ও পথসভা
আশাশুনিতে কেন্দ্রীয় বিএনপি নেতৃবৃন্দের অভিনন্দন জানিয়ে বিএনপি’র শুভেচ্ছা মিছিল, সমাবেশ ও মিষ্টি বিতরণ আশাশুনিতে কেন্দ্রীয় বিএনপি নেতৃবৃন্দের অভিনন্দন জানিয়ে বিএনপি’র শুভেচ্ছা মিছিল, সমাবেশ ও মিষ্টি বিতরণ
শ্রীপুরে দারিয়াপুর ইউনিয়ন বিএনপির কৃষক সমাবেশ শ্রীপুরে দারিয়াপুর ইউনিয়ন বিএনপির কৃষক সমাবেশ
আশাশুনির শোভনালী ইউনিয়ন বিএনপি’র কর্মী সন্মেলন অনুষ্ঠিত আশাশুনির শোভনালী ইউনিয়ন বিএনপি’র কর্মী সন্মেলন অনুষ্ঠিত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)