শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ১ মার্চ ২০২৫, ১৭ ফাল্গুন ১৪৩১

SW News24
রবিবার ● ২৩ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » অপরাধ » নড়াইলে এনএসআই কর্মকর্তা ও বিএনপি নেত্রীর ছেলে লুটপাটের অভিযোগে কারাগারে
প্রথম পাতা » অপরাধ » নড়াইলে এনএসআই কর্মকর্তা ও বিএনপি নেত্রীর ছেলে লুটপাটের অভিযোগে কারাগারে
৩৫ বার পঠিত
রবিবার ● ২৩ ফেব্রুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নড়াইলে এনএসআই কর্মকর্তা ও বিএনপি নেত্রীর ছেলে লুটপাটের অভিযোগে কারাগারে

---
নড়াইল প্রতিনিধি ; নড়াইলের কালিয়া উপজেলার খড়রিয়া চরপাড়া এলাকার সমরেন্দ্রনাথ বিশ্বাসের বাড়িতে ডিবি পুলিশ পরিচয়ে লুটপাটের অভিযোগে জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) মাঠ পর্যায়ের কর্মকর্তা ইয়াছিন হোসেন (২৭) ও জেলা মহিলা দলের সভানেত্রীর ছেলে শাহরিয়ার জামান শশীসহ (৩৫) চারজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। শনিবার রাতে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন বিজ্ঞ আদালত। এর আগে গত শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাতে সমরেন্দ্রনাথের বাড়ি থেকে চারজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন-ঝিনাইদহ সদরের কাঞ্চনপুর মধ্যপাড়ার সাইফুল আলমের ছেলে নড়াইলে এনএসআই অফিসের মাঠ পর্যায়ের কর্মকর্তা ইয়াছিন হোসেন, নড়াইল শহরের ভওয়াখালী মধ্যপাড়ার কাজী আনিছুর রহমানের ছেলে আরিফুজ্জামান ২২), জেলা মহিলা দলের সভানেত্রী শিরিন জামানের ছেলে দুর্গাপুর এলাকার শাহরিয়ার জামান শশী (৩৫) ও সদরের সুবুদ্দীডাঙ্গা গ্রামের হেমায়েত মোল্লার ছেলে সোহাগ মোল্যা (৩৬)।

পুলিশ জানায়, গত শুক্রবার রাতে এনএসআইয়ের কর্মকর্তা ইয়াছিন হোসেনের নেতৃত্বে ডিবি পুলিশের পরিচয়ে কালিয়ার খড়রিয়া চরপাড়া গ্রামে সৌমেন্দ্রনাথ বিশ্বাসের বাড়িতে তল্লাশি করতে যান ওই চারজন। এ সময় ওই বাড়ি থেকে টাকা ও স্বর্ণালঙ্কার লুটে নেয় তারা।

বিষয়টি সৌমেন্দ্রনাথের পরিবারসহ প্রতিবেশিদের সন্দেহে হলে পেড়লী পুলিশ ক্যাম্পে খবর দেন ভুক্তভোগীরা। খবর পেয়ে ক্যাম্পের ইনচার্জ এসআই আজিজুর রহমানের নেতৃত্বে পুলিশ সদস্যরা তাদের আটক করেন। এ সময় লুটকৃত সোনার চেইন, কানের দুলসহ দুই ভরির বেশি স্বর্ণালঙ্কার এবং এক লাখ ১১ হাজার টাকা উদ্ধার করে পুলিশ।

এ ব্যাপারে কালিয়া থানার ওসি রাশিদুল ইসলাম বলেন, এ ঘটনায় শনিবার বিকেলে কালিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)