শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ১ মার্চ ২০২৫, ১৭ ফাল্গুন ১৪৩১

SW News24
সোমবার ● ২৪ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » কৃষি » খুলনায় তিন দিনব্যাপী ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন
প্রথম পাতা » কৃষি » খুলনায় তিন দিনব্যাপী ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন
৩১ বার পঠিত
সোমবার ● ২৪ ফেব্রুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খুলনায় তিন দিনব্যাপী ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন

---

খুলনায় তিন দিনব্যাপী ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন অনুষ্ঠান ২৪ ফেব্রুয়ারি সোমবার দুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খুলনা কার্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়। লবণচরা মেট্রোপলিটন কৃষি অফিস এ অনুষ্ঠানের আয়োজন করেন। এতে প্রধান অতিথি ছিলেন খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, কৃষি স্মার্ট হলে বাংলাদেশও স্মার্ট হবে। আমাদের অর্থনীতির সফলতাকে সবার মাঝে ছড়িয়ে দিতে চাই। কৃষিতে উন্নত প্রযুক্তি সংযুক্ত করতে হবে। কৃষক ও দেশ উভয়কে সমৃদ্ধ করতে হবে। বর্তমান বিশে^র জলবায়ু যেভাবে পরিবর্তন হচ্ছে সেই জায়গাতে আমাদের প্রতিনিয়ত খাপ খাইয়ে চলতে হচ্ছে। যদি আমরা খাপ খাওয়াতে না পারি তাহলে কৃষিকে এগিয়ে নিতে পারবো না এবং দেশও পিছিয়ে পড়বে। দেশের অর্ধেক মানুষ এখনো কৃষি কাজের সাথে জড়িত। অনেক সময় হঠাৎ বৃষ্টিপাতের ফলে কৃষিতে ব্যাপক ক্ষতি হয়। তিনি আরও বলেন, তখন কৃষকদের করণীয় বিষয়ে তাদের জানাতে হবে। আমরা কৃষককে স্মার্ট করতে চাই। কৃষক যাতে অল্প খরচে অধিক লাভবান হয়, অধিক মুনাফা অর্র্জন করতে পারে সেজন্য কাজ করা প্রয়োজন। দেশের পানি, মাটি, বাতাস বড় সম্পদ। এদেশের মাটিতে বীজ বপন করলেই ফসল হয়। আমরা যদি পরিবেশ এবং মাটিকে সংরক্ষণ করতে পারি তাহলে আমাদের পরিবেশ ভালো থাকবে, আমাদের কৃষি এগিয়ে যাবে এবং আমরাও এগিয়ে যাবো।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কাজী জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তৃতৃা করেন লবণচরা মেট্রোপলিটন কৃষি অফিসার ফরহদিবা শামস। ক্লাইমেট-স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্প বিষয়ে ধারণাপত্র উপস্থাপন করেন প্রকল্প পরিচালক শেখ ফজলুল হক মনি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক উপপরিচালক পঙ্কজ কান্তি মজুমদার এসময় উপস্থিত ছিলেন।

এর আগে অতিথিরা মেলা উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন ও বিভিন্ন স্টল পরিদর্শন করেন। মেলায় ১৫টি স্টলে প্রতিদিন সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত কৃষকদের কৃষিপ্রযুক্তি প্রদর্শন করা হবে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)