

শনিবার ● ১ মার্চ ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় সুধীজনের সাথে সচিব তৌহিদুর রহমানের মতবিনিময়
পাইকগাছায় সুধীজনের সাথে সচিব তৌহিদুর রহমানের মতবিনিময়
পাইকগাছা উপজেলার বিভিন্ন সমস্যা সমাধান কল্পে স্থানীয় সুধী ও সাধারণ শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন পদোন্নতি প্রাপ্ত নবনিযুক্ত সচিব মোঃ তৌহিদুর রহমান (অবঃ)। শনিবার সকাল ১১ টায় পাইকগাছা উপজেলা মিলনায়তনে স্থানীয় সুধীজন ও সাধারণ শিক্ষার্থীদের সাথে মতবিনিময় কালে তিনি বলেন, বিগত আওয়ামীলীগের আমলে নির্যাতনে শিকার হয়েছেন। আওয়ামী সরকার কালীন সময়ে বৈষম্যের শিকার হয়ে পদোন্নতি বঞ্চিত হন। ২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী সরকারের পতন হলে অন্তর্বর্তীকালীন সরকার এ ধরনের বঞ্চিত সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তাদের পদোন্নতির আওতায় আনার উদ্যোগ নেয়। যার অংশ হিসেবে মোঃ তৌহিদুর রহমান কে সচিব হিসেবে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। তিনি গত ৪ আগষ্ট মাসে ছাত্র-জনতা সাথে রাজপথে থেকে সার্বিক ভাবে সহযোগিতা করেছেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. ইফতেখারুল ইসলাম শামীম, ওসি (তদন্ত) ইদ্রিস আলী ,উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি আসলাম পারভেজ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, পৌর আহবায়ক সেলিম রেজা লাকি, সদস্য সচিব মোস্তফা মোড়ল, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, অ্যাডভোকেট সাইফুদ্দিন সুমন, ইমরান সরদার, অ্যাডভোকেট মোর্তজা জামান আলমগীর রুলু, নিরাপদ সড়ক চাই নিসচার সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, মিরাজুল ইসলাম মিরাজ, আনোয়ার হোসেন প্রমুখ।