

রবিবার ● ২ মার্চ ২০২৫
প্রথম পাতা » সাহিত্য » দেশের গান
দেশের গান
দেশের গান
গাজী আবদুল আলীম
………………….
আমার দেশের ধূলা মাটি
অশ্রু দিয়ে কেনা সে যে
রক্ত দিয়ে কেনা।
সূনীল আকাশ সবুজ জমিন
নদীর বুকে পাল,
পাখ পাখালীর ডানায় ভেসে ভেসে
আসে আগামী কাল।
সবুজ শ্যামল মেঠো পথে
রাখালিয়ার গান
সোনা ঝরা ধান দেখে
নাঁচে মন ও প্রান।
লাল সবুজে মিশে আছে
আমাদের সন্মান।
রাখবো তাকে জীবন দিয়ে
গেয়ে চেতনার গান।