

মঙ্গলবার ● ১১ মার্চ ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরায় ধর্ষন মামলার আসামীদের বিচারের দাবিতে স্বারক লিপি প্রদান
মাগুরায় ধর্ষন মামলার আসামীদের বিচারের দাবিতে স্বারক লিপি প্রদান
মাগুরা প্রতিনিধি : মাগুরায় ৮ বছরের শিশু ধর্ষনের ঘটনায় দোষীদের ফাঁসির দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্বারক লিপি দিয়েছে ছাত্র জনতা। মঙ্গলবার দুপুরে সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ থেকে একটি মিছিল বের হয়ে চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত চত্বরের সামনে বিক্ষোভ সমাবেশ করেন বিক্ষুদ্ধ ছাত্রজনতা। এ সময় বক্তারা বলেন ,অবিলম্বে ধর্ষনের ও হত্যা চেষ্টা মামলার তদন্ত এবং দ্রুত সময়ের মধ্যে বিচারিক কার্যক্রম শেষ করতে হবে। দেশের সকল ধর্ষকের বিচার কার্য শেষ করতে হবে সেই সাথে বিচার হিনতায় অপসংস্কৃতি বন্ধ করে বিচার হীনতা বন্ধ করে বিচার বিভাগে পরিবর্তন এনে দ্রুত সময়ের মধ্যে বিচার শেষ করতে হবে।