

মঙ্গলবার ● ১১ মার্চ ২০২৫
প্রথম পাতা » স্বাস্থ্যকথা » শ্রীপুরে জাতীয় ভিটামিন ‘এ ‘প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা
শ্রীপুরে জাতীয় ভিটামিন ‘এ ‘প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা
মাগুরা প্রতিনিধিঃ মাগুরার শ্রীপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য বিভাগ এ অবহিতকরণ সভার আয়োজন করে। মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশরাফুজ্জামান লিটনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ মোশাররফ হোসেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ইদ্রিস আলী। বক্তব্য রাখেন, সেনেটারি ইন্সপেক্টর অচিন্ত্য কুমার সাহা, উপজেলা পূজা উদযাপন কমিটির সদস্য রমেন্দ্রনাথ বিশ্বাস , উপজেলা ইমাম সমিতির সভাপতি আলহাজ্ব আক্তারুজ্জামান, ইপিআই টেকনোলজিষ্ট ও ( ভারপ্রাপ্ত) অফিস সহকারী তুষার কান্তি ঢালী, স্বাস্থ্য পরিদর্শক সবিতা বিশ্বাস, সহকারী স্বাস্থ্য পরিদর্শক আলেয়া পারভীন, নার্সিং সুপার ভাইজার সন্ধ্যা রাণী সাহা প্রমূখ। অনুষ্টান প্রেজেন্টেশন করেন মেডিকেল অফিসার ডাঃ সাগরিকা রায়। সভায় জানানো হয় ১৫ মার্চ ২০২৫ ইং, শ্রীপর উপজেলায় ২০ হাজার ৮ শত ০৩ শিশুকে একটি করে ভিটামিন ‘এ ‘ প্লাস কাপসুল খাওয়ানো হবে। এ তথ্য জানান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আশরাফুজ্জামান লিটন। ১৫ মার্চ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ১৯৪ টি কেন্দ্রে ৩৮৬ স্বেচ্ছাসেবী ৬ - ১১ মাস বয়সী ২ হাজার ৪ শত ৭৮ শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২ - ৫৯ মাস বয়সী ১৮ হাজার ৩ শত ২৫ শিশুকে একটি করে লাল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।