

বুধবার ● ১২ মার্চ ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরায় ধর্ষণ ও মব ভায়োলেন্সের প্রতিবাদ
মাগুরায় ধর্ষণ ও মব ভায়োলেন্সের প্রতিবাদ
মাগুরা প্রতিনিধি : মাগুরায় আট বছরের শিশু ধর্ষণের অভিযুক্তদের বিচার, মব ভায়োলেন্স থামানো ও মাগুরা মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে জেলা গণ কমিটি। বুধবার সকাল সাড়ে ১১ টায় মাগুরা প্রেসক্লাবের সামনে মানববন্ধনে জেলা গণ কমিটির আহবায়ক এটিএম মহব্বত আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন গণ কমিটির যুগ্ম আহ্বায়ক এটিএম আনিসুর রহমান, বাসারুল হায়দার বাচ্চু ও গণ কমিটির সদস্য সচিব ইঞ্জিনিয়ার শম্পা বসু। সমাবেশ থেকে জানানো হয় ২৪ এর গণঅভ্যুত্থানের পর যেখানে নারী-পুরুষ সকলের সমান অধিকার নিশ্চিত করার কথা সেখানে দুঃখজনক ভাবে উল্টোটা ঘটছে। ঘরে বাইরে সর্বত্র নারীর অধিকার লংঘন করা হচ্ছে। মব ভায়োলেন্স ও নারী নির্যাতন ভয়াবহ আকারের বেড়ে গেছে। এরই অংশ হিসেবে গত ৬ মার্চ মাগুরার নান্দুয়ালী এলাকায় নিকট আত্মীয়দের দ্বারা নির্যাতনের শিকার হয়েছে একটি আট বছরের শিশু। অন্যদিকে মাগুরাবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি মাগুরা মেডিকেল কলেজ ঠুনকো অযুহাত দিয়ে বন্ধের পাঁয়তারা করছে একটি মহল। তারা মাগুরাবাসীর স্বাস্থ্য সেবা নিশ্চিতে মেডিকেল বন্ধের সকল ষড়যন্ত্র অবসানের আহ্বান জানান।