বৃহস্পতিবার ● ১৩ মার্চ ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা
প্রথম পাতা » আঞ্চলিক »
পাইকগাছায় গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা
১৮ বার পঠিত
বৃহস্পতিবার ● ১৩ মার্চ ২০২৫
পাইকগাছায় গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা
২৫ মার্চ গনহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস যথাযোগ্যভাবে উদযাপনের লক্ষে পাইকগাছা উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইফতেখারুল ইসলাম শামীম, থানা অফিসার ইনচার্জ মোঃ সবজেল হোসেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায়, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন বিশ্বাস, প্রাথমিক শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন শাহা। এসময়ে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউআরসি ইনস্ট্রাক্টর ঈমান উদ্দীন, মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাজাহান আলী শেখ, মুক্তিযোদ্ধা রনজিত কুমার, আঃ গফুর গোলদার, উপজেলা বিএনপির সহ-সভাপতি আসলাম পারভেজ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, পৌর বিএনপির সাবেক আহবায়ক সেলিম রেজা লাকি, সদস্য সচিব মোস্তফা মোড়ল, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা জয়ন্ত কুমার ঘোষ, প্রেসক্লাব পাইকগাছা এর সভাপতি প্রকাশ ঘোষ বিধান, সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, প্যানেল চেয়ারম্যান আবুল হাসেম,আব্দুল্লাহ সরদার, সুকুমার কবিরাজ, যুবদল নেতা হুরায়রা বাদশা, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল ওহাব, মিলি জিয়াসমিন, উপজেলা পরিষদ সিএ আব্দুল বারী, দীপংকর মন্ডলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিক বৃন্দ।