

বৃহস্পতিবার ● ১৩ মার্চ ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরায় আছিয়ার মৃত্যুতে সড়ক অবরোধ ; জানাজা সম্পন্ন
মাগুরায় আছিয়ার মৃত্যুতে সড়ক অবরোধ ; জানাজা সম্পন্ন
মাগুরা প্রতিনিধি : আলোচিত শিশু আছিয়ার মহদেহ ঢাকা থেকে হেলিকপ্টার বাহী আজ বিকাল সাড়ে ৫ টার পর মাগুরা স্টেডিয়ামে পৌছায় । এ সময় আছিয়ার বিচার চেয়ে শহরে বিক্ষোভ করে ছাত্র জনতা । বিক্ষোভটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভায়না এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে । এ সময় মাাগুরা-যশোর,মাগুরা-ঝিনাইদহ,মাগুরা-ফরিদপুর সড়কের আটকে পড়ে শত শত বাস,ট্রাক,মাইক্রোবাস,পরিবহন,মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন । এ রিপোর্ট লেখা পর্যন্ত বিকাল সাড়ে ৫টা থেকে এখন পর্যন্ত ভায়না এলাকায় সড়ক অবরোধ চলছিল ।
এদিকে,শহরের নোমানী ময়দানে সন্ধ্যা ৭টায় শিশু আছিয়ার নামাজে নাযাজায় অংশ নেয় হাজার হাজার মাগুরাবাসী। আছিয়ার মরদেহ নোমানী ময়দানে পৌছানোর সাথে সাথে তাকে এক নজর দেখার জন্য ছুটে আসে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা শিশু,কিশোর,তরুণ,বৃদ্ধসহ নানা শ্রেণি পেশার মানুষ। জানাজা পরিচালনা করেন মাগুরা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি হাবিবুর রহমান। জানাজা শেষে আছিয়ার লাশ দাফনের জন্য তার নিজ বাড়ী শ্রীপর উপজেলার সব্দালপুর ইউনিয়নের জারিয়া গ্রামে নেয়া হয় ।