

শনিবার ● ১৫ মার্চ ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » শিশু আছিয়া হত্যার বিচার দ্রুত কার্যকর দেখতে চাই -ডাক্তার শফিকুর রহমান,আমীর বাংলাদেশ জামায়াত ইসলামী বাংলাদেশ
শিশু আছিয়া হত্যার বিচার দ্রুত কার্যকর দেখতে চাই -ডাক্তার শফিকুর রহমান,আমীর বাংলাদেশ জামায়াত ইসলামী বাংলাদেশ
মাগুরা প্রতিনিধি : আমরা শিশু আছিয়া হত্যার বিচার দ্রুত কার্যকর দেখতে চাই। আমাাদের সমাজে আজ নোংরা অপসংস্কৃতি বিরাজমান । এ নোংরা অপসংস্কৃতির কারণে সমাজে ঘটছে নানা ধরণের অসঙ্গতি । এ নোংরা অপসংস্কৃতি আমাদের বন্ধ করতে হবে । বাংলাদেশ জামায়াত ইসলামী সব সময় নৈরাজ্য,অপসংস্কৃতি বিরুদ্ধে । আছিয়া আজ নেই কিন্তু তার পরিবারতো আছে । আমাদের সমাজের সবাইকে আজ আছিয়ার পরিবারের পাশে দাঁড়াতে হবে । যারা এ ঘটনার সাথে জড়িত তাদের বিচার দ্রুত কার্যকর হোক এটা আমাদের দাবী । তাদের এমন বিচার হওয়া দরকার যেন দেশবাসী সেই বিচার দেখে খুশি হয়। সরকারের প্রতি আমাদের আবেদন থাকলো এ ঘটনার সুষ্টু তদন্ত করে দ্রুত বিচার সম্পন্ন করা হোক আজ শনিবার সকাল ১০টায় শ্রীপুর উপজেলার সব্দালপুর ইউনিয়নের সোনাতুন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শিশু আছিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠানে এ কথাগুলো বলেন বাংলাদেশ জামায়াত ইসলামী বাংলাদেশ এর আমীর ডাক্তার শফিকুর রহমান ।
তিনি আরো বলেন,আপনারা বিচার ব্যবস্থার উপর আস্থা রাখুন । বিচার তার আপন গতিতে গতিশীল । আমরা আছিয়ার সঠিক বিচার পাব। বাংলাদেশ জামায়াত ইসলামী সব সময় আছিয়ার পরিবারের সাথে আছে। আমাদের স্থানীয় নেতাকর্মীরা তাদের সাথে সব সময় যোগাযোগ রক্ষা করে চলবে । অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামীর নায়েবে আমীর ডা.আব্দুল্লাহ মোহাম্মদ তায়েব ও নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন। সভাপতিত্বে করেন জেলা আমীর অধ্যাপক এমবি বাকের ।
এ আগে তিনি সোনাতুন্দি গোরস্থানে আছিয়ার রুহের মাগফেরাত কামনা করে কবর জিয়ারত করেন । শেষে আছিয়ার পরিবারে সাথে তিনি সাক্ষাত করতে তাদের বাড়ী যান। এ সময় আছিয়ার মা না থাকায় তিনি তার পরিবারের অন্যান্য সদস্যদের সাক্ষাত করেন । তাদের খোজ খবর নেন এবং শোকসন্তত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন ।