

শনিবার ● ১৫ মার্চ ২০২৫
প্রথম পাতা » খেলা » মাগুরায় ৪৩ তম জাতীয় ক্রিকেট প্রতিযোগিতার শুভ উদ্বোধন
মাগুরায় ৪৩ তম জাতীয় ক্রিকেট প্রতিযোগিতার শুভ উদ্বোধন
মাগুরা প্রতিনিধি : মাগুরায় ৪৩ তম জাতীয় ক্রিকেট প্রতিযোগিতার শুভ উদ্বোধন হয়েছে । আজ শনিবার সকাল সাড়ে ৯ টায় মাগুরা স্টেডিয়াম এ ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন করেন মাগুরা জেলা প্রশাসক মো: অহিদুল ইসলাম । এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের,জেলা সিভিল সার্জন ডাক্তার শামীম কবির,জেলা ক্রীড়া অফিসার অনামিকা দাস ও ক্রীড়া সংগঠক বারিক আনজাম বারকি উপস্থিত ছিলেন । বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পৃষ্ঠপোষকতায় জেলা ক্রীড়া সংস্থা মাগুরা এ প্রতিযোগিতার আয়োজন করেছে । এ টুর্ণামেন্টে বান্দরবান জেলা ক্রিকেট দল,নওগাঁ জেলা ক্রিকেট দল , নেত্রকোনা জেলা ক্রিকেট দল ও বরিশাল জেলা ক্রিকেট দল অংশ নিয়েছে । উদ্বোধনী দিনে বান্দরবান জেলা ক্রিকেট দল মুখোমুখি হয়েছে নওগাঁ জেলা ক্রিকেট দলের । আগামী শনিবার এ ক্রিকেট প্রতিযোগিতার সমাপনী হবে ।