

রবিবার ● ১৬ মার্চ ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরায় আয়েশা নুরুল আলম ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ
মাগুরায় আয়েশা নুরুল আলম ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ
মাগুরা প্রতিনিধি : মাগুরা জেলার আঠারো খাদা গ্রামে রবিবার সকালে পরান কুন্ডুর বাড়িতে স্মার্ট উদ্দোক্তা ফোরাম এর আয়োজনে আয়েশা নুরুল আলম ফাউন্ডেশন এর সহোযোগিতায় অসহায় মানুষ কে ঈদ বাজার উপহার সামগ্রী তুলে দেওয়া হয়েছে,, এর অর্থায়নে ছিলেন স্মার্ট উদ্দোক্তা ফোরামের উপদেষ্টা শেখ মনসুর সাহেব, সার্বিক সহোযোগিতায় স্মার্ট উদ্দোক্তা ফোরামের প্রধান নির্বাহী মোঃ নজরুল ইসলাম নয়ন, এবং প্রধান সমন্বয় মোঃ মিজানুর রহমান। বাংলাদেশের ৬৪ জেলায় এই উদ্যোগ ছোট পরিসরে শুরু করা হয়েছে, দেশের সার্বিক পরিস্থিতিতে নিজস্ব অর্থায়নে এমন ভাবে সাধারণ ও অসহায় মানুষের পাশে থাকা সত্যি ই প্রশংসনীয়। ঈদ বাজারে ছিলেন ৫ কেজি চাল, ১ লিটার তেল, ১ কেজি লবন, ২ কেজি আলু, , ২ প্যাকেট সেমাই, ১ কেজি পেয়াজ, ১/২ কেজি ডাল, ১/২ কেজি চিনি। ঈদ বাজার উপহার দেওয়ার পাশাপাশি ১ জন ক্ষুদ্র উদ্দোক্তা কে ১০ হাজার টাকা বিনা সুদে লোন প্রদান করা হয়। যাতে করে নতুন উদ্দোক্তা কাজের প্রতি বিশেষ ভাবে আগ্রহী হয়ে সাবলম্বী হতে পারে। উদ্যোক্তা গন কে আরও উৎসাহী করতে অনলাইনে পিঠা মেলার আয়োজন করা হয় এবং ৩ জন বিজয়ী র মধ্যে ৩য় স্থান অধিকার করেন মাগুরা র উদ্দোক্তা ফারজানা স্বর্ন, তাকে সন্মাননা পুরস্কার হিসেবে ক্রেস্ট এবং নগদ ১ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়। মাগুরা জেলার এই আয়োজনে উপস্থিত ছিলেন স্মার্ট উদ্দোক্তা ফোরামের ডিরেক্টর মৌমিতা কুন্ডু। ফারজানা সুলতানা রুনা ( তথ্য ও গভেষনা বিষয় সম্পাদক ) মেহজাবিন সিদ্দিকী ( প্রশিক্ষণ বিষয় সম্পাদক) মোঃ জাকির হোসেন, জেলা প্রতিনিধি, পম্পা ঘোষ সহ জেলা প্রতিনিধি, তনু নন্দী, তিশা নন্দী সহ আরও অনেকে। স্মার্ট উদ্দোক্তা ফোরামে গত ১ বছরে আরো অনেক মানবিক ও সামাজিক কার্যক্রম যেমন, অসহায় উদ্দোক্তা কে পন্য, পুজি ও সেলাই মেশিন দিয়ে, সহায়তা, প্রতিবন্ধী দের পন্য দিয়ে সহায়তা, ঘুর্ণিঝড় কবলিত মানুষ কে খাদ্য দিয়ে সহায়তা,, শীত বস্ত্র প্রদান, উদ্যোক্তা সফর ও বিভিন্ন ট্রেনিং সহ বিভিন্ন আয়োজন করে আসছেন ।