

রবিবার ● ১৬ মার্চ ২০২৫
প্রথম পাতা » অপরাধ » মাগুরায় অবৈধ অস্ত্র ও বিভিন্ন সরঞ্জামসহ ৩ জন আটক
মাগুরায় অবৈধ অস্ত্র ও বিভিন্ন সরঞ্জামসহ ৩ জন আটক
মাগুরা প্রতিনিধি : মাগুরা আর্মি ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে শহরের পারনান্দুয়ালী গ্রামে রবিবার গভীর রাতে অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র ও বিভিন্ন সরঞ্জামসহ ৩ জনকে আটক করেছে । আটককৃতরা হলো পারনান্দুয়ালী গ্রামের আব্দুল মাজেদের ছেলে মারুফ হোসেন (৩৫),একই গ্রামের সালাম হোসেন ছেলে লিখন হোসেন(২৮) ও আতিয়ার রহমানের ছেলে আশিকুল রহমান ।
আজ রবিবার দুপুরে মাগুরা সদর থানার ওসি আইয়ুব আলী সাংবাদিকদের জানান, আর্মি ক্যাম্পের মেজর সাফিন এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে শহরের পারনান্দুয়ালী গ্রামে রবিবার রাত ৩ টায় মো: মারুফ, লিখন হোসেন ও আশিকুর রহমানের বাড়িতে অভিযান চালানো হয় । এ সময় তাদের বাড়িতে থেকে ২ টি ওয়ান শ্যুটার গান, ১০ রাউন্ড তাজা বুলেট, ১টি এয়ার গান, ৬০ রাউন্ড এয়ার গান বুলেট, ৮টি হাত বোমা, ১টি টিয়ার সেল, ২টি বিদেশী চাপাতি, ৫টি দেশীয় ধারালো অস্ত্র, ৫টি মোবাইল ফোন , ১টি ল্যাপটব জব্দ করা হয় । আটকের পর দুস্কৃতিকারীদের পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে । এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে ।