

মঙ্গলবার ● ১৮ মার্চ ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » আশাশুনিতে উপজেলা মানব পাচার প্রতিরোধ কমিটির সভা
আশাশুনিতে উপজেলা মানব পাচার প্রতিরোধ কমিটির সভা
আশাশুনি : আশাশুনিতে মানব পাচার প্রতিরোধ কমিটির ডায়ালগ মিটিং অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় আশ্বাস প্রকল্পের আওতায় উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়ের সভাপতিত্বে সভায় ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের মানব পাচার প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য বাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও কমিটির সদস্য সচিব সাইদুল ইসলাম। আশ্বাস প্রকল্পের প্রোগাম অফিসার দীপ্তি রায়ের সঞ্চালনায় প্রকল্পের কার্যক্রম ও কমিটির ৩ মাসের পরিকল্পনা সম্পর্কে আলোচনা করা হয়।