

রবিবার ● ২৩ মার্চ ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » খুলনা, কয়রা, আশাশুনি এবং শ্যামনগর জলবায়ু অধিপরামর্শ ফোরামের বিশ্ব পানি দিবস উদযাপিত
খুলনা, কয়রা, আশাশুনি এবং শ্যামনগর জলবায়ু অধিপরামর্শ ফোরামের বিশ্ব পানি দিবস উদযাপিত
বিজ্ঞপ্তি ঃ ২২ মার্চ, ২০২৫ একযোগে সাতক্ষীরা জেলার আশাশুনি ও শ্যামনগর উপজেলায় এবং খুলনা জেলা সদর ও কয়রা উপজেলায় নাগরিক পথযাত্রা, মানবন্ধন ও সমাবেশ অনুষ্ঠানের মাধ্যমে জলবায়ু অধিপরামর্শ ফোরামের উদ্যোগে ও লিডার্সের সার্বিক সহযোগিতায় বিশ্ব পানি দিবস ২০২৫ উদযাপিত হয়। দক্ষিণাঞ্চলে সুপেয় পানির নিশ্চয়তার দাবিতে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলবায়ু অধিপরামর্শ ফোরামের সম্মানিত সদস্যবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, নানান শ্রেণী পেশার মানুষ ও ছাত্র-ছাত্রী। মানববন্ধনে উপস্থিত সকলে ব্যানার ও বিভিন্ন প্লাকার্ড নিয়ে দাঁড়িয়ে সুপেয় পানির নিশ্চয়তার দাবিতে প্রতীকী প্রতিবাদ জানায় এবং নিজেদের পানি অধিকার বাস্তবায়নে অঙ্গিকারবদ্ধ হয়।
খুলনা (সদর): ২২ মার্চ ২০২৫, রোজ শনিবার সকাল ১১.০০ ঘটিকায় জলবায়ু অধিপরামর্শ ফোরামের উদ্যোগে ও লিডার্সের সার্বিক সহযোগিতায় খুলনা প্রেস ক্লাব হতে পানি সংকট সমাধানে ও ভূগর্ভস্থ পানি উত্তোলন সংকোচনে পুকুর ও জলাশয় সংরক্ষণের দাবিতে নাগরিক পথযাত্রা ও সমাবেশের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খুলনা জেলা জলবায়ু অধিপরামর্শ ফোরামের সাধারণ সম্পাদক জনাব মাহফুজুর রহমান মুকুল। উক্ত নাগরিক পথযাত্রা ও সমাবেশে উপস্থিত ছিলেন এ্যাডভোকেট জনাব অশোক সাহা, ফোরামের সহ-সভাপতি জনাব শরিফুল ইসলাম সেলিম, ফোরামের সদস্য জনাব মেরিনা যুথি ও জনাব মাহবুব আলম বাদশা।
কয়রা, খুলনা: ২২ মার্চ ২০২৫ সকাল ১০.০০ ঘটিকায় কয়রা উপজেলা জলবায়ু অধিপরামর্শ ফোরামের উদ্যোগে ও লিডার্সের সার্বিক সহযোগিতায় কয়রা উপজেলার সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সামনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও সমাবেশে উপস্থিত ছিলেন ফোরামের সভাপতি জনাব মোঃ খায়রুল আলম, সাধারণ সম্পাদক জনাব হুমায়ন কবির, সদস্য জনাব চম্পাবতী তরফদার ও জনাব দেবদাস ম-ল এবং কয়রা উপজেলা যুব ফোরামের সভাপতি জনাব একতাবারুল।
আশাশুনি, সাতক্ষীরা: ২২ মার্চ ২০২৫ সকাল ১০.৩০ ঘটিকায় আশাশুনি উপজেলা পরিষদের সামনে জলবায়ু অধিপরামর্শ ফোরামের উদ্যোগে ও লিডার্সের সার্বিক সহযোগিতায় আয়োজিত মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধন ও সমাবেশে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা কমান্ডার জনাব মোঃ আব্দুল হান্নান। এছাড়াও সমাবেশে উপস্থিত ছিলেন ইউ পি সদস্য জনাব মারুফা বেগম, জনাব মিনতি রানী, জনাব বনমালী দাশ প্রমুখ।
শ্যামনগর, সাতক্ষীরা: ২২ মার্চ ২০২৫ সকাল ১১.০০ ঘটিকায় শ্যামনগরের মাইক্রোস্ট্যান্ড মোড় ও প্রেস ক্লাবের সামনে শ্যামনগর উপজেলা জলবায়ু অধিপরামর্শ ফোরামের উদ্যোগে ও লিডার্সের সার্বিক সহযোগিতায় মানববন্ধন ও সমাবেশ আয়োজিত হয়। উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জনাব মাস্টার নজরুল ইসলাম, জেন্ডার সমতা ও জলবায়ু জোটের সভাপতি জনাব গাজী আল ইমরান, সাংবাদিক জনাব আবু সাঈদ।
খুলনা জেলা জলবায়ু অধিপরামর্শ ফোরামের সাধারন সম্পাদক জনাব মাহফুজুর রহমান মুকুল বলেন যে, “আমদের ভূগর্ভস্থ পানির স্তর আশঙ্কাজনক হারে নিচে নেমে যাচ্ছে, আমাদেরকে ভূগর্ভস্থ পানির ব্যবহার কমাতে হবে। তাছাড়া বদ্ধ জলাশয়গুলোর জরুরিভিত্তিতে সংস্কার করা উচিত।”
কয়রা উপজেলা জলবায়ু অধিপরামর্শ ফোরামের সভাপতি জনাব মোঃ খায়রুল আলম বলেন যে, “পরিবেশে পানির ভারসাম্য ধরে রাখতে হবে। আর তার জন্য আমাদের পানির সঠিক ব্যবহারের উপর গুরুত্ব দিতে হবে, প্রকৃতিকে বাঁচিয়ে রাখতে হবে।”
আশাশুনি উপজেলা জলবায়ু অধিপরামর্শ ফোরামের সভাপতির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার জনাব মোঃ আব্দুল হান্নান “নদীভাঙনজনিত বন্যা, চিংড়ি চাষ, ভুগর্ভস্থ পানির লবনাক্ততার কারনে গত কয়েক বছরে উপকূলীয় এলাকায় সুপেয় পানির সংকট বেড়েছে সেজন্য আমাদের একত্রে এ বিষয়ে কাজ করতে হবে।”
শ্যামনগর উপজেলা জলবায়ু অধিপরামর্শ ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব মাস্টার নজরুল ইসলাম বলেন, “ পানির অপর নাম জীবন। পানযোগ্য পানি সংগ্রহ করতে না পারায় উপকূলের অধিকাংশ মানুষ পান অযোগ্য পানি পানে বাধ্য হচ্ছে, ফলে রোগাক্রান্ত হচ্ছে। এটার সমাধানে উপকূলবাসী ও সরকারের যৌথ পদক্ষেপ নিতে হবে।”
জেন্ডার সমতা ও জলবায়ু জোটের সভাপতি ও সিডিও-এর নির্বাহী পরিচালক জনাব গাজী আল ইমরান বলেন, “উপকূলের পানি সংকট নিরসনে সঠিক জোনিং ও ম্যাপিং করতে হবে। তাহলেই সুপেয় পানির টেকসই সমাধান সম্ভব।”
দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চল সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট জেলার সুপেয় পানি সংকট নিরসনের জন্য বাজেটে বিশেষ বরাদ্দ রাখা এবং বিশেষ পরিকল্পনা গ্রহন প্রয়োজন। উপকূলীয় সব মানুষের জন্য পানযোগ্য পানির টেকসই ও স্থায়ী সমাধানে কার্যকর ব্যবস্থা গ্রহণ করাসহ বিভিন্ন পদক্ষেপ দরকার।