

রবিবার ● ২৩ মার্চ ২০২৫
প্রথম পাতা » কৃষি » আশাশুনির কুল্যায় ডার্মি কম্পোস্ট প্রদর্শণী অনুষ্ঠিত
আশাশুনির কুল্যায় ডার্মি কম্পোস্ট প্রদর্শণী অনুষ্ঠিত
আশাশুনি : আশাশুনির কুল্যা ইউনিয়নে মাটির স্বাস্থ্য সুরক্ষায় ডার্মি কম্পোস্ট প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে ইউনিয়নের আগরদাড়ী রহিমিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রদর্শনীর আয়োজন করা হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আশাশুনির উদ্যোগে মাঠ দিবস উপলক্ষে ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের আওতায় প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শুভ্রাংশু শেখর দাস। আগরদাড়ি রহিমীয়া মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপ-সহকারী কৃষি কর্মকর্তা আরিফুল ইসলাম, বিদ্যালয়ের সরকারি শিক্ষক একেএম মোজাম্মেল হক, সফল কৃষক আলী হোসেন, মতিউর রহমান প্রমুখ আলোচনা রাখেন। অনুষ্ঠানে ১৩০ জন সফল নারী কৃষি উদ্যোক্তা উপস্থিত ছিলেন।