

মঙ্গলবার ● ২৫ মার্চ ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরায় গণহত্যা দিবস পালিত
মাগুরায় গণহত্যা দিবস পালিত
মাগুরা প্রতিনিধি : মাগুরায় যথাযথ মর্যাদায় গণহত্যা দিবস পালিত হয়েছে ।এ উপলক্ষে আজ মঙ্গলাবার সকালে শহরের নোমানী ময়দানে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ২৫ মার্চ গণ হত্যা দিবসে পুষ্পমাল্য অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মো: অহিদুল ইসলাম, পুলিশ সুপার মিনা মাহামুদা,সিভিল সার্জন শামীম কবির,জেলা মুক্তিযুদ্ধা ডেপুটি কমান্ডার মুন্সি আব্দুর রউফসহ বিভিন্ন সরকারি বে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাপ্রতিষ্ঠান পুষ্পমাল্য প্রদান করে শ্রদ্ধা নিবেদন করেন। ২৫ মার্চ সম্পর্কে মুক্তিযুদ্ধা ডেপুটি কমান্ডার মুন্সি আব্দুল রউফ বলেন, ১৯৭১ সালে মার্চ রাতে পাকিস্তানের হানাদার বাহিনী বর্বরভাবে নিরস্ত্র বাঙালি ওপর দানবের মত ঝপিয়ে পড়ে গণহত্যা চালায়। বাঙালি জাতি এই দিনটিকে জাতীয়ভাবে গণহত্যা দিবস হিসেবে স্বরণ করে। অন্যদিকে ,গণহত্যা দিবস উপলক্ষে মাগুরা সরকারি বালক বিদ্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । জেলা তথ্য অফিসের আয়োজনে এ আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার পাভেল দাস ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ।