

মঙ্গলবার ● ২৫ মার্চ ২০২৫
প্রথম পাতা » খেলা » মাগুরায় ২০টি ক্লাবের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
মাগুরায় ২০টি ক্লাবের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
মাগুরা প্রতিনিধি : মাগুরায় ক্রীড়া পরিদপ্তরের আওতায় জেলা পর্যায়ে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে জেলা স্টেডিয়াম মাগুরার হলরুমে এ ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। মাগুরা জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো: অহিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে জেলার ৪ উপজেলার ২০টি ক্লাবের প্রতিনিধির নিকট এ ক্রীড়া সামগ্রী হাতে তুলে দেন। এ সময় জেলা ক্রীড়া অফিসার অনামিকা দাস,মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক,ক্রীড়া সংগঠক বারিক আনজাম বারকি ও জেলা ক্রিকেট কোচ সাদ্দাম হোসেন গোর্কীসহ বিভিন্ন ক্রীড়া ক্লাবের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিতরণকৃত ক্রীড়া সামগ্রীর মধ্যে ছিল ক্রিকেট সেট,দাবা সেট,ফুটবল,ভলিবল,ব্যাডমিন্টন,ক্যারাম ও খেলার নেট। জেলা ক্রীড়া অফিসার অনামিকা দাস বলেন,খেলাধূলার মান উন্নয়নে জেলা ক্রীড়া অফিস কাজ করছে। আমরা প্রতি বছর জেলার বিভিন্ন ক্রীড়া ক্লাবের আবেদনের প্রেক্ষিতে চাহিদা অনুযায়ী ক্রীড়া সামগ্রী বিতরণ করে থাকি। জেলার যেসব ক্রীড়া ক্লাব অসচ্ছল আছে তারা আমাদের নিকট আবেদন দিলে আমরা ক্রীড়া সামগ্রী দেব ।