

মঙ্গলবার ● ২৫ মার্চ ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » আশাশুনিতে সমন্বিত প্রাণি সম্পদ উন্নয়ন প্রকল্পের বকনা বিতরণ
আশাশুনিতে সমন্বিত প্রাণি সম্পদ উন্নয়ন প্রকল্পের বকনা বিতরণ
আশাশুনি : আশাশুনিতে সমতল ভূমিতে বসবাসরত অনাগ্রসহর ক্ষুদ্র নৃগোষ্ঠির আর্থ সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে বকনা বিতরণ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা প্রাণি সম্পদ কার্যালয় চত্বরে উপজেলা প্রাণি সম্পদ ও ভেটেরিনারী হাসপাতাল আশাশুনির আয়োজনে সমন্বিত প্রাণি সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন, সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন ও বড়দল ইউপির প্রশাসক উপজেলা সহকারী প্রোগ্রমার আক্তার ফারুক বিল্লাহ। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা (অতিঃ দাঃ) মাছুম বিল্লাহ, প্রাণি সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ তৌহিদুর রহমান। অনুষ্ঠানে উপজেলার ১১ ইউনিয়নের অনাগ্রসর নৃগোষ্ঠির ৮০ পরিবারকে ১ টি করে বকনা গরু প্রদান করা হয়। উল্লেখ্য, উপজেলায় তালিকাভুক্ত ১২৫০ জনের মধ্যে ইতোমধ্যে ৮৪ জনকে একটি করে বকনা গরু বিতরণ করা হয়েছে।