

শুক্রবার ● ২৮ মার্চ ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরায় মাইক্রোবাসের সাথে পরিবহনের মুখোমুখি সংর্ঘষে আহত ৬
মাগুরায় মাইক্রোবাসের সাথে পরিবহনের মুখোমুখি সংর্ঘষে আহত ৬
মাগুরা প্রতিনিধি : মাগুরা-ঝিনাইদহ সড়কের ছোট ব্রিজ নামক এলাকায় আজ শুক্রবার সকাল সাড়ে ১১টায় মাইক্রোবাসের সাথে রয়েল পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে । এ ঘটনায় বাসের সংর্ঘষে মাইক্রোবাসটি দমড়ে মচড়ে যায় । মাইক্রোবাসে থাকা ড্রাইভারসহ মোট ৬ জন গুরুতর আহত হয়েছে । আহতরা হলো মো:শফিক (৫৫),রতœা বেগম (৪০),হুমাইয়া আক্তার (২০),ছামিয়া আক্তার (২২),সোহানা (৫) ও ড্রাইভার শাকিল হোসেন ।
মাগুরা হাইওয়ে পুলিশের ওসি আলমগীর কবির জানান,শুক্রবার সকাল সাড়ে ১১টায় সদরের ছোট ব্রিজ এলাকায় ঢাকা থেকে মেহেরপুর গামী একটি নোহা মাইক্রোবাসের ঢাকাগামী রয়েল পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয় । এ সময় বাসের সংর্ঘষে মাইক্রোবাসটি দমড়ে মচড়ে যায় । মাইক্রোবাসে থাকা ৬ জন আহত হয় । আহতদের মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে ড্রাইভারসহ অন্য ২ জনকে আশংকাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ করা হয়েছে । মাইক্রোবাস ও পরিবহনটি আটক করা হয়েছে ।
অন্যদিকে,খুলনা-ঢাকা মহাসড়কের মাগুরা পিটিআই স্কুলের সামনে শুক্রবার দুপুরে একটি গ্যাস বোঝাই পিক আপের সাথে ঢাকা থেকে চুয়াডাঙ্গাগামী একটি পরিবহনের সংঘর্ষে হয়েছে । এ সময় পরিবহনের সংর্ঘষে গ্যাস বোঝাই পিকআপটি উল্টে যায় এবং গাড়ী থাকা গ্যাসের সব সিলিন্ডার রাস্তায় পড়ে যায় । এ ঘটনায় কেউ আহত হয়নি । পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে ।