

শনিবার ● ২৯ মার্চ ২০২৫
প্রথম পাতা » ব্যবসা-বাণিজ্য » মাগুরায় শেষ সময়ে কেনাকাটার ধুম লেগেছে
মাগুরায় শেষ সময়ে কেনাকাটার ধুম লেগেছে
মাগুরা প্রতিনিধি : মাগুরায় শেষ সময়ে ফুটপাত ও চুরিমালার দোকান গুলোতে ধুম লেগেছে। শহরের সরকারি বালিকা বিদ্যালয়ের সামনে ফুটপাতের এ চুরিমালার দোকান গুলোতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। সকাল ১০টার পর থেকে বেলা বাড়ার সাথে সাথে বিভিন্ন স্থান থেকে মানুষ কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন । পাশাপাশি এ কেনাকাটা চলছে রাত ১২টা পর্যন্ত। ফুটপাতের চুরিমালার দোকানদার হারেজ মোল্যা জানান,আমরা শহরের কোথায় দোকান দেওয়ার জায়গা পাচ্ছিলাম না। তাই সরকারি বালিকা বিদ্যালয়ের সামনের রাস্তায় আমরা দোকানের পরসা সাজিয়ে বসিয়েছি। ঈদের আর মাত্র ১-২দিন বাকী । তাই সকাল থেকে রাত ১১টা পর্যন্ত আমাদের বেচাবিক্রি চলছে। এবার ভালো বেচাবিক্রি হচ্ছে। ফুটপাতের অন্য নারী দোকানদার লিলি বেগম বলেন,আমি ১৫ রোজার পর থেকে দোকানে বেচা বিক্রি করছি। ২৫ রোজার পর থেকে এখন পর্যন্ত বেচাবিক্রি ভালো । শুধু শহর নয় প্রত্যন্ত গ্রামাঞ্চলের মানুষ শহরে ছুটে এসে আমাদের দোকানের মালামাল ও জিনিসপত্র কিনে যাচ্ছে। আমরা এখানে চুরি,মালা,ফিতে,শিশ-কিশোরীদের নানা ধরণের ক্লিপ,ব্যান্ড,সোনালী চেন,খেলনা,টিপ,রেশমী চুরি মেহেদি,মেয়েদের ব্যাগসহ নানা ধরণের জিনিসপত্র বিক্রি করছি। চুরিমালা কিনতে আসা শ্রাবণী বলেন,আমি এবারের ঈদে গোলাপী রঙের ড্রেস কিনেছি। সেই ড্রেসের সাথে ম্যাচ করে আমি নানা ধরণের জিনিস এখান থেকে ক্রয় করছি। পাশাপাশি হাতের আল্পনা করার জন্য একটি মেহেদী কিনেছি। ক্রেতা হাসিয়ারা খাতুন বলেন,মেয়েদের পোশাকের সাথে মিল রেখে আমি এ দোকান থেকে ক্লিপ,মালাসহ নানা ধরণের জিনিস ক্রয় করছি । ফুটপাতের দোকান গুলোতে ভালো জিনিস পাওয়া যায় । আবার এখানে দামও খুবই কম ।