

রবিবার ● ৩০ মার্চ ২০২৫
প্রথম পাতা » অপরাধ » খুলনায় তালিকাভুক্ত সন্ত্রাসী পলাশ-কালা লাভলুসহ গ্রেফতার ১১
খুলনায় তালিকাভুক্ত সন্ত্রাসী পলাশ-কালা লাভলুসহ গ্রেফতার ১১
খুলনায় সন্ত্রাসীদের আড্ডাখানায় পুলিশ, নৌবাহিনীর সদস্যরা যৌথ অভিযান চালাকালে তালিকাভুক্ত সন্ত্রাসী পলাশ বাহিনীর সাথে যৌথবাহিনীর গোলাগুলির ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে জানা গেছে, এ সময় তিন পুলিশ সদস্যসহ আইন শৃঙ্খলা বাহিনীর বেশ কয়েকজন সদস্য আহত হয়েছে। ঘটনাস্থল থেকে পলাশ বাহিনীর প্রধান পলাশসহ ১১জনকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়াও আগ্নায়স্ত্রসহ বেশ কয়েকটি অস্ত্র ও মটরসাইকেল উদ্ধার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।
গ্রেফতারকৃতরা হলেন, পলাশ বাহিনীর প্রধান নগরীর মিন্ত্রীপাড়া এলাকার আব্দুল হান্না শেখের পুত্র শেখ পলাশ, ডালমিল রোড এলাকার সাত্তার মিয়ার পুত্র রুবেল কালা লাভলু, বানরগাতি এলাকার আব্দুর রহমান গাজীর পুত্র সৈকত রহমান, একই এলাকার আশরাফ আলী সরদারের পুত্র মহিদুল ইসলাম, মোঃ রমিজুল হাওলাদারের পুত্র গোলাম রব্বানী, বটিয়াঘাটা সুরখালি এলাকার মোঃ আহমদ খা এর পুত্র মোঃ আরিফুল, মুসলমানপাড়া এলাকার মৃত শরীফ মোঃ আলমগীর হোসেন এর পুত্র মোহাম্মদ লিয়ন শরীফ, বাগমারা মেইন রোড এলাকার মাসুদ আলম জয়নালের পুত্র ইমরানুজ্জামান, নিরালা এলাকার মোঃ আলমগীর হোসেন এর পুত্র ইমরান, পশ্চিম বানিয়াখামার এলাকার রাজ্জাক এর পুত্র রিপন ও রূপসা বাগমারা এলাকার ইজাজ শেখের পুত্র ফজলে রাব্বি রাজন।
উদ্ধারকৃত অস্ত্র হলো তিনটি পিস্তল, একনলা শর্টগান একটি, একটি কাটা বন্দুক, চাইনিজ কুড়াল একটি ও একটি চাপাতিসহ কয়েকরাউন্ড গুলি। এছাড়াও সাতটি মটরসাইকেল জব্দ করেছে পুলিশ।
খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারি পুলিশ কমিশনার (সোনাডাঙ্গা জোন) মোঃ আজম খান জানান, রাত ১২টার দিকে তারা জানতে পারে সোনাডাঙ্গা থানার বানরগাতি এলাকায় গাড়িচালক মোঃ আব্দুর রহমান গাজীর বাড়িতে সন্ত্রাসীরা অবস্থান করছে। এ সময় তারা ও যৌথবাহিনী মিলে অভিযান পরিচালনা করলে সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি করে। আইন-শৃঙ্খলা বাহিনীও পাল্টা গুলি করে। এ সময় ১১জন আসামীকে গ্রেফতার করা হয়। অস্ত্র ও মটরসাইকেল উদ্ধার করা হয়।
তিনি বলেন, এই অভিযান তিন পুলিশসদস্যসহ আইন-শৃঙ্খলাবাহিনীর বেশ কয়েকজন সদস্য আহত হয়েছে। সকালে সংবাদ সম্মেলন করে আরো বিস্তারিত জানানো হবে।
নৌ বাহিনী সদস্যরা জানান, তাদের অভিযানে সন্ত্রাসীদের এই দুই বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তাদের অবস্থান জানতে পেরে সন্ত্রাসীদের মধ্য থেকে দুই জন পাশ্ববর্তী পুকুরে ঝাঁপ দিলে সেখান থেকে তাদের গ্রেফতার করা হয়। প্রায় চার ঘন্টা ধরে এই অভিযান চলে।
গ্রেফতারকৃত শেখ পলাশ ও অন্যান্যদের বিরুদ্ধে হত্যা, মাদক, অস্ত্রসহ বিভিন্ন মামলা রয়েছে খুলনা জেলায়। সে খুলনা মেট্রোপলিটন পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তাকে গ্রেফতার করিয়ে দিতে পারলে পুরষ্কার দেওয়া হবে বলে পূর্বে ঘোষণা করে পুলিশ।