

বুধবার ● ২ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » শিক্ষা » মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের ১৭০ বর্ষপূর্তি ঘিরে উৎসবের আমেজ
মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের ১৭০ বর্ষপূর্তি ঘিরে উৎসবের আমেজ
মাগুরা প্রতিনিধি : “এসো মিলি প্রজন্ম থেকে প্রজন্মে” এ শ্লোগান নিয়ে মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের ১৭০ বছর পূর্তি উপলক্ষে মাগুরা শহর এখন সাজ সাজ রব। এ উৎসবের আমেজে মাগুরাবাসী। ৩ এপ্রিল এ বিদ্যালয়ের ১৭০ বছর পূর্তি উৎসবকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। ইতিমধ্যে এ উৎসবকে সামনে রেখে মাগুরা শহর করা হয়েছে আলোকসজ্জা। শহরের বিভিন্ন গরুত্বপূর্ণ পয়েন্টে দেওয়া হয়েছে আকর্ষর্নী ফেস্টুন। বিদ্যালয় প্রাঙ্গনে সাজানো হয়েছে একাধিক বাহারী রঙের ফেস্টন, আলোকসজ্জা। বুধবার দিনব্যাপী বর্তমান ও প্রাত্তন শিক্ষার্থীদের মিলনমেলা বসবে এ বিদ্যালয়ে। সবাই একই রঙের গেঞ্জি ও টুপি পরে অংশ নেবে বণ্যাঢ্য র্যালীতে। সারাদিন গল্প,আড্ডা আর পুরানো দিনের স্মৃতির মুখর হবে বন্ধুদের ভালোবাসায়। আয়োজক কমিটির প্রধান খান ইমাম হোসেন পিকুল বলেন, মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের ১৭০ বছর পূর্তিতে সামনে রেখে আমরা এক মাস আগে থেকে আজ শুরু করেছি। এ উৎসবকে সামনে রেখে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। ইতিমধ্যে মাগুরা শহর আলোজসজ্জার কাজ করা হয়েছে। এছাড়া বিদ্যালয় প্রাঙ্গনে বিভিন্ন রঙের গেট,ফেস্টুন ও বাহারী রঙের আল্পনা করা হয়েছে। এ উৎসবে প্রায় ৪ হাজার বর্তমান ও প্রাত্তন শিক্ষার্থী রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে। ৩ এপ্রিল সকাল ৭টা থেকে রেজিস্ট্রশন কৃত শিক্ষার্থীদের মাঝে গেঞ্জি, টুপি ও খাবারের টোকেন বিতরণ চলবে। সকাল সাড়ে আটটায় জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন,সকাল ৯টা ১৫ মিমিটে বর্ণাঢ্য র্যালী, সকাল সাড়ে ১০টায় বৃক্ষরোপন,সকাল ১১টায় শ্রদ্ধেয় প্রাত্তন শিক্ষক ও ২০২৪ সালে গণঅভ্যথ্থানে মাগুরা ১০ শহীদদের মাঝে সম্মাননা ,দুপুর ১২টা থেকে বিরতীহীন আড্ডা,ফটোসেশন, স্মৃতিচারণ, র্যাফেল ড্র ও সন্ধ্যায় থাকছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় ও ঢাকার শিল্পীরা সংগীত পরিবেশন করবে। মাগুরা সরকারি বালক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: মনিরুল ইসলাম মঞ্জু বলেন,১৭০ বছর পূর্তি উপলক্ষে আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ৩ এপ্রিল এ উৎসবে এ বিদ্যালয়ের বর্তমান ও প্রাত্তন শিক্ষার্থীরা মিলিত হবে। সারাদিন উৎসবমুখর পরিবেশ থাকবে বিদ্যালয় প্রাঙ্গন।