

শুক্রবার ● ৪ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » অপরাধ » ডুমুরিয়া বাজারে টিনের চালে মার্কেট মালিকের ছেলের লাশ
ডুমুরিয়া বাজারে টিনের চালে মার্কেট মালিকের ছেলের লাশ
খুলনার ডুমুরিয়া বাজারে খান সুপার মার্কেটের টিনের চাল থেকে গতকাল বৃহস্পতিবার সকালে মালিকের ছেলে মহিতুর রহমান খানের (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। সে গোলনা গ্রামের আঃ রহিম খানের ছেলে।
জানা গেছে, নিজেদের খান সুপার মার্কেটে মহিতুর নিজেই একজন চায়ের দোকানী। ঘটনার রাতে দোকান থেকে সে বাসায় যায়নি। ঘরে মায়ের রাখা খাবার পড়ে আছে। মা পারভীন বেগম জানান ভোরে ঘুম থেকে উঠে দেখি মার্কেটের টিনের চালের উপর ছেলের লাশ পড়ে আছে। এরপর ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। খবর দেয়া হয় থানা পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে এসে টিনের চালের উপর থেকে মহিতুরের লাশ উদ্ধার করে।
থানা অফিসার ইনচার্জ মোঃ মাসুদ রানা জানান, রহস্য উদ্ঘাটনের জন্য মোহিতের লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। শরীরে কোন ধরনের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে লাশের পাশে টিনের চালের উপর এক কেস ইনটেক স্পিড এনার্জি ড্রিংকস পাওয়া গেছে। মোহিতের মৃত্যু নিয়ে রহস্য তৈরি হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে রহস্য বের হবে। তবে পুলিশী অনুসন্ধান অব্যাহত রয়েছে। থানায় অপমৃত্যু মমলা হয়েছে।