

শনিবার ● ৫ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » খেলা » পাইকগাছা স্টুডেন্ট চ্যাম্পিয়নশিপ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন স্পার্ক ২০০১ ব্যাচ
পাইকগাছা স্টুডেন্ট চ্যাম্পিয়নশিপ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন স্পার্ক ২০০১ ব্যাচ
পাইকগাছা প্রতিনিধি; পাইকগাছা স্টুডেন্ট চ্যাম্পিয়নশিপ ক্রিকেট টুর্নামেন্টের ১১তম আসরে চ্যাম্পিয়ন হয়েছে স্পার্ক ২০০১ ব্যাচ। শুক্রবার রাতে পাইকগাছা সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত ফাইনালে মুখোমুখি হয় স্পার্ক ২০০১ ব্যাচ বনাম স্টর্ম ২০১৭ ব্যাচ। ঈদ পরবর্তী ডে-নাইট এই টুর্নামেন্টে প্রথম বারের মত আলোকসজ্জা ও লাইটিং ছিল চোখে পড়ার মতো। ফাইনাল ম্যাচ টি ছিল চরম নাটকীয়তায় ভরা। দর্শক ছিল পরিপূর্ণ। শ্বাসরুদ্ধকর জয়-পরাজয় নির্ধারণীতে শেষ বল পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে দল ও দর্শকদের। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় স্পার্ক ২০০১ ব্যাচ। নির্ধারিত ৮ ওভারে ১ উইকেটে ১৩৮ রান করে। ১৩৯ রানের জবাবে স্টর্ম ২০১৭ ব্যাচ নির্ধারিত ৮ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৩৭ রান সংগ্রহ করলে স্পার্ক ২০০১ ব্যাচ ২ রানে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। চ্যাম্পিয়ন দলের মনিরুজ্জামান ৬০ রান করায় ম্যান অব দ্যা ম্যাচ হন। ৪ উইকেট আর ৪৬ ছক্কায় ৩২৮ রান করায় রানার্সআপ দলের অধিনায়ক প্রীতম ম্যান অব দ্যা সিরিজ হয়। ম্যাচ পরিচালনা করেন রবিশংকর মন্ডল ও জনি। প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন সাবেক প্যানেল মেয়র এসএম ইমদাদুল হক। স্বাগত বক্তৃতা করেন, সাবেক কাউন্সিলর কামাল আহমেদ সেলিম নেওয়াজ। এসময় উপস্থিত ছিলেন ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি জিএম শুকুরুজ্জামান, ৯৫ ব্যাচের ইসতিয়াক আহমেদ, জয়নুল আবেদিন কামাল, গোলাম কিবরিয়া রাসেল, পূর্ণ চন্দ্র মন্ডল, আক্তার হোসেন রিপন, জাহিদুর রহমান ও কুমুদ মন্ডল, শিশির ঢালী, জামিনুর রহমান রানা, জাহিদুজ্জামান হ্যাপি, কাউন্সিলর রবিশংকর মন্ডল, আসিফ ইকরাম সজীব, হিমাদ্রি, ফয়সাল আহমেদ সনি, রইছ, মারুফ আহমেদ, দ্বীপ, নাদিম, বিশাল, শুভ্র জ্যোতি, তুফান, তাপস, অনির্বাণ, মৃদুল, হরিপ্রসাদ প্রমুখ। খেলার ধারাভাষ্যকার ছিলেন মোঃ রবিউল ইসলাম রাহাত ও হিরন্ময় মন্ডল।