শিরোনাম:
পাইকগাছা, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ১ বৈশাখ ১৪৩২

SW News24
মঙ্গলবার ● ৮ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে মাগুরায় বিক্ষোভ মিছিল
প্রথম পাতা » আঞ্চলিক » ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে মাগুরায় বিক্ষোভ মিছিল
২৩ বার পঠিত
মঙ্গলবার ● ৮ এপ্রিল ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে মাগুরায় বিক্ষোভ মিছিল

---
মাগুরা প্রতিনিধি : মাগুরায় ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে  বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার  দুপুরে  মাগুরা সরকারি হোসেন শহীদ  সোহরাওয়ার্দী  কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের  হয়। বিক্ষোভ মিছিলটিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও  জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।এ সময় বক্তব্য রাখেন,সেচ্ছসেবক দলের সাবেক সভাপতি শামীম চোপদার, বর্তমান  সেচ্ছা সেবক দলের সভাাপতি গোলাম জাহিদ, সেচ্ছাসেবক দলের য্গ্মু আহবায়ক গোলাম জহির,মির্জা জুলফিকার আলী, টিপুসুলতানসহ  অন্যরা বক্তব্য রাখেন। সভায় নেতৃবৃন্দ বলেন, মধ্যপ্রাচ্যের তেল ও খনিজসম্পদের দখল ও এ অঞ্চলে সামরিক কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য ইসরায়েলকে ব্যবহার করছে আমেরিকা। সেজন্য অস্ত্র-অর্থসহ সব ধরনের সহযোগিতা করে যাচ্ছে। আর মার্কিন সাম্রাজ্যবাদের সহযোগিতায় ও মদদে ইসরাইল গণহত্যায় মেতে উঠেছে। এই ধ্বংসযজ্ঞে গাজার ঘরবাড়ি, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ ও গির্জা ধ্বংস হয়েছে। পানি ও পয়োনিষ্কানের ব্যবস্থা, বিদ্যুৎ সরবরাহ ধ্বংস করেছে। এমনকি জাতিসংঘ ভবন ধ্বংস করা হয়েছে। পুরো গাজার ৮৩ শতাংশ গাছপালা, ৮০ শতাংশের বেশি কৃষিজমি ও ৯৫ শতাংশ গবাদিপশু নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে। গাজায় যে হামলা চালানো হচ্ছে তা অতীতের যে কোনো যুদ্ধের ভয়াবহতাকে হার মানিয়েছে। এখন সেখানে কোন ত্রাণ পৌছাতে পারছে না। যে কারণে সেখানকার মানুষ ক্ষুধা দুর্ভিক্ষ ও চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করছে। সমাবেশে ফিলিস্তিনে গণহত্যা বন্ধ ও দেশে দেশে পুঁজিবাদ ও সাম্রাজ্যবাদ সৃষ্ট সব যুদ্ধ ও যুদ্ধ উন্মাদনার বিরুদ্ধে বিশ্ববাসীকে প্রতিবাদ প্রতিরোধে সোচ্চার হওয়ার আহ্বান জানান। একই সাথে গাজায় মানবিক সংকট মোকাবিলায় জাতিসংঘ, আন্তর্জাতিক সম্প্রদায়কে জরুরি পদক্ষেপ নেয়ারজোর দাবি জানান নেতৃবৃন্দ।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)