

বৃহস্পতিবার ● ১০ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় জমি বিরোধ নিয়ে হামলা ও মারপিটের ঘটনায় আহত ১০
পাইকগাছায় জমি বিরোধ নিয়ে হামলা ও মারপিটের ঘটনায় আহত ১০
পাইকগাছা প্রতিনিধিঃ পাইকগাছায় জায়গা জমির বিরোধকে কেন্দ্র করে হামলা ও মারপিটের ঘটনায় কমপক্ষে উভায় পক্ষের ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের কে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাপ্ত সূত্রে জানা গেছে উপজেলার হরিঢালী ইউনিয়নের দক্ষিণ সলুয়া গ্রামের জায়গা জমি ও বসতবাড়ি নিয়ে উপজেলার হরিঢালী ইউনিয়নের দক্ষিণ সলুয়া গ্রামের মৃত মোকাম মোড়লের ছেলে আকবর মোড়ল (৫০) এর সাথে একই এলাকার মৃত আফতাব উদ্দিন মোড়লের ছেলে আয়ুব আলী, আমানউল্লাহ ফকির গংদের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। বিরোধ কেন্দ্র করে ইতোপূর্বে দুই পক্ষের মধ্যে একাধিক হামলা মামলার ঘটনা ঘটেছে। সর্বশেষ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে হামলা ও মারপিটের এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়। আকবর মোড়লের স্ত্রী বলেন নালিশী মৌজায় জমি খরিদ করে বসতবাড়ি নির্মাণ করে বসবাস করে আসছিলাম। প্রতিপক্ষদের নির্যাতনের কারণে বাড়ি ঘর ছেড়ে বিগত কয়েক বছর পরিবার পরিজন নিয়ে ঢাকায় ছিলাম। প্রতিপক্ষ আয়ুব আলী গংরা আমাদের বসতবাড়ি দখলে নেয়। এবার ঢাকা থেকে এসে স্বামী আকবর সহ কয়েকজন ওখানে গিয়ে দখলের বিষয়ে জানতে চাইলে প্রতিপক্ষরা হামলা করে এবং আমাদের কয়েকজন কে কুপিয়ে জখম করে। এতে স্বামী আকবর মোড়ল, রেজাউল, আবুল হাসান ও হেকমত আলী গুরুতর জখম হয়। প্রথমে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সবাই কে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এদের অনেকের পেটে এবং পিঠে সহ বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করা হয়েছে বলে আমেনা বেগম জানান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আয়ুব আলী ফকিরের বোন জয়নাব বেগম জানান ওই সময় আমাদের বাড়িতে তেমন কোন পুরুষ মানুষ ছিল না। প্রতিপক্ষরা প্রথমে পথেই আমার ভাবি আয়রা বেগম কে মারপিট করে। পরে আকবরের নেতৃত্বে বহিরাগত সহ বহু লোকজন আমাদের পুরাতন বাড়িতে হামলা ও ভাংচুর করে। এতে আমি জয়নাব বেগম (৩৬), মা জরিনা বেগম (৬৫) ভাবি আয়রা বেগম (৩৮), আসাদুল্লাহ (২৩), মিজানুর রহমান (৫০), জান্নাত (৩৫) সহ আমাদের কমপক্ষে ৬ জন আহত হয়েছে। যার মধ্যে আমি সহ কয়েকজনের অবস্থা গুরুতর বলে তিনি জানান। আহতদের মধ্যে ৪ জনকে খুলনায় পাঠানো হয়েছে এবং অন্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে বলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শাকিলা আফরোজ ও ইব্রাহিম গাজী জানান। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অভিযোগ পেলে এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে থানার ওসি সবজেল হোসেন জানিয়েছেন।