

শনিবার ● ১২ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় খরচের টাকা না দেওয়ায় ভ্যান থেকে ধান নামিয়ে নেওয়ায় থানায় অভিযোগ
পাইকগাছায় খরচের টাকা না দেওয়ায় ভ্যান থেকে ধান নামিয়ে নেওয়ায় থানায় অভিযোগ
খুলনার পাইকগাছায় খরচ বাবদ ৩০ হাজার টাকা দিতে ব্যর্থ হওয়ায় কাটা ধান ভ্যান থেকে নামিয়ে নেওয়ায় বিএনপির নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ। ১১ এপ্রিল শুক্রবার বিকেলে উপজেলার হরিঢালী ইউপির হরিদাসকাটিতে ঘটনাটি ঘটেছে। থানায় লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার হরিঢালী ইউপির হরিদাস কাটি গ্রামের শেখ মুনছুর আলীর পুত্র শেখ মতিউর রহমানের কাছে গত ২৫ মার্চ একই গ্রামের বিএনপির ৪ নং ওয়ার্ডের নেতা খায়রুল সরদারের নেতৃত্বে পরেশ দত্ত ও আলামীন গাজী খরচ বাবদ ৩০ হাজার টাকা দাবি করে। দাবিকৃত টাকা দিতে অস্বীকার করায় শুক্রবার ১১ এপ্রিল বিকেলে জমি থেকে ধান কেটে বাড়িতে নিয়ে যাওয়ার সময় মতিউর ও তার স্ত্রীকে মারধর করে ভ্যান থেকে ২৫ মন ধান নামিয়ে নিয়ে যায় খায়রুল গং। ওই ঘটনায় শেখ মতিউর রহমান জানমালের নিরাপত্তা চেয়ে থানায় অভিযোগ করেন। এই বিষয়ে জানতে চাইলে শেখ মতিউর রহমান বলেন, বিএনপির রাজনীতি করার কারণে তিনটি নাশকতা মামলার আসামি হয়েছি। এখন আমার ধান বিএনপির নেতাকর্মীরা কেড়ে নিলো।
এবিষয়ে ৪ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খায়রুল সরদার জানান, আমি কোন টাকা চাইনি। ধান আপনার বাড়িতে আছে কিনা জানতে চাইলে বলেন, আমার বাড়িতে নেই, পাশে কামরুল গাজীর বাড়ির সামনে রাস্তায় রাখা আছে। কামরুল গাজীর কাছে জানতে ফোন দিলে তার ব্যবহৃত ০১৯১৪ ০৪৮৩১২ ফোনটি বন্ধ পাওয়া যায়। থানার ওসি মোঃ সবজেল হোসেন বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।