

রবিবার ● ১৩ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরায় নববর্ষ উপলক্ষে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা
মাগুরায় নববর্ষ উপলক্ষে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা
মাগুরা প্রতিনিধি ঃ মাগুরায় বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমির আয়োজনে রবিবার সকাল ১১ টায় শিশুদের রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা ইকবাল তালুকদারের তত্বাবধানে শিশু একাডেমী কার্যালয়ে এ প্রতিযোগিতায় শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১৩৭ জন্ শিক্ষার্থী অংশ নেয় । প্রতিযোগিতায় বিচারক হিসেবে দ্বায়িত্ব পালন করেন মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, অধ্যাপক খান শফি এবং অধ্যাপক রমেশ চন্দ্র দাস। নববর্ষের প্রথমদিনে সোমবার ১ বৈশাখে তাদের পুরস্কার প্রদান করা হবে।