

মঙ্গলবার ● ১৫ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরায় নানা আয়োজনে পহেলা বৈশাখ উদযাপিত
মাগুরায় নানা আয়োজনে পহেলা বৈশাখ উদযাপিত
মাগুরা প্রতিনিধি : ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে সোমবার মাগুরায় পহেলা বৈশাখ পালিত হয়েছে । এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে সকাল ৮ টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নোমানী ময়দানে এসে শেষ হয়। শোভাযাত্রায় জেলা প্রশাসক অহিদুল ইসলাম,অতিরিক্ত জেলা প্রশাসক মো. আব্দুল কাদের, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাহবুবুল হক, সিভিল সার্জন ডাক্তার শামীম কবির, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিবুল হাসানসহ সরকারি বে-সরকারি দপ্তরের কর্মকর্তা,সামাজিক সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। শোভাযাত্রা শেষে নোমানী ময়দানে জমে ওঠে লোকজ মেলা, সেখানে নানা রকম হস্ত শিল্প, পিঠাপুলি, লোকজ সংস্কৃতি ও সংগীতের আয়োজন উপভোগ করেন হাজারো মানুষ। আনন্দ শোভাযাত্রা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লোকজ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম।
এছাড়া জেলার শ্রীপুর, শালিখা ও মহম্মদপুর উপজেলায় বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩২ বরণ করে নেয়া হয়। পহেলা বৈশাখ পালনে জেলার বিভিন্ন স্থানে বৈশাখী মেলা, গরুর গাড়ির র্যালী, নানা গ্রামীণ খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।