শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

SW News24
বুধবার ● ১৬ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » লিডার্সের আয়োজনে সেবাদানকারী প্রতিষ্ঠান ও উপকারভোগীদের সংলাপ
প্রথম পাতা » আঞ্চলিক » লিডার্সের আয়োজনে সেবাদানকারী প্রতিষ্ঠান ও উপকারভোগীদের সংলাপ
১২ বার পঠিত
বুধবার ● ১৬ এপ্রিল ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

লিডার্সের আয়োজনে সেবাদানকারী প্রতিষ্ঠান ও উপকারভোগীদের সংলাপ

---
বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্সের আয়োজনে মানুষের জন্য ফাউনডেশন (এমজেএফ) ও  এম্বাসি অফ সুইডেন এর সহযোগিতায় কমিউনিটি ভিত্তিক সহনশীলতা ও নারীর ক্ষ্মতায়ন কর্মসূচী(ক্রিয়া) প্রকল্পের আওতায় সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে সংলাপ অনুষ্ঠিত হয়। বুধবার ১৬ এপ্রিল ২০২৫ তারিখে শ্যামনগর উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। উক্ত সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোছাঃ রনী খাতুন, উপজেলা নির্বাহী অফিসার শ্যামনগর, সাতক্ষীরা ।সেবাদানকারী প্রতিষ্ঠানের মধ্যে উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা,সমাজসেবা কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা, উপজেলা তথ্য আপা এছাড়াও সরকারী অন্যান্য দপ্তরের প্রতিনিধি গন,অবসর প্রাপ্ত শিক্ষক ও সাংবাদিকসহ বুড়ীগোয়ালিনী ও গাবুরা ইউনিয়নের উপকারভোগী সদস্যরা। মোছাঃ রনী খাতুন উপজেলা নির্বাহী অফিসার বলেন , উন্নয়ন কখনোও তাড়াতাড়ি হয় না এর জন্য দীর্ঘদিন কাজ করে যেতে হয় উন্নয়ন এর জন্য সময় দরকার । তিনি আরও বলেন আপনারা কখনও কথা বলা থামাবেন না আপনারা আপনাদের সমস্যার কথা সবসময় বলবেন উন্নয়ন অবশ্যই হবে ।

মিরাজ হোসেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বলেন গাবুরা ইউনিয়ন সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা। তিনি এরকম মিটিং এ এলাকার সমস্যার কথা আলোচনা করতে বলেন তাহলেই দ্রুত সমস্যার সমাধান করা সম্ভব হবে। এছাড়াও  উপকারভোগী  গাবুরা থেকে আগত মোছাঃ তানিয়া সুলতানা বলেন ,সবচেয়ে অবহেলিত গাবুরা ইউনিয়ন। এ ইউনিয়নে মানুষ সঠিক স্বাস্থ্য সেবা পায় না । এজন্য  কমিউনিটি ক্লিনিক এর জন্য আকুল  আবেদন জানান।

বুড়িগোয়ালিনী হতে আগত শুভ্রা মণ্ডল বলেন দুর্যোগ কালীন সাইক্লোন শেল্টার এ গর্ভবতী নারীদের জন্য ভালো কোন ব্যবস্থা নাই তিনি দুর্যোগ কালীন সাইক্লোন শেল্টার এ গর্ভবতী নারীদের জন্য ভালো ব্যবস্থার দাবী জানান। এছারাও তিনি বুড়িগোয়ালিনী ইউনিয়নের আড়পাঙ্গাশিয়া গ্রামের সড়কটি উন্নয়নের কথা বলেন।

আছিয়া খাতুন বলেন আমার এলাকায়  সুপেয় পানির কোন ব্যবস্থা নাই।  তিনি সুপেয় পানির ব্যবস্থা করার দাবী জানান। তারা এসব সমস্যা সমাধানের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। উক্ত সংলাপ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রজেক্ট অফিসার সুলতা সাহা। প্রকল্পের কাজের অগ্রগতি উপস্থাপন করেন প্রকল্প সমন্বয়কারী সুব্রত অধিকারী।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)